হাওড়ার প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

- আপডেট : ২১ মার্চ ২০২৫, শুক্রবার
- / 60
পুবের কলম ওয়েবডেস্ক: হাওড়ার সাঁকরাইলের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। কী কারণে সাঁকরাইলের শিল্পপার্কে ওই প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে তা এখনও জানা যাইনি।
আরও পড়ুন: লক্ষ্য ছাব্বিশের নির্বাচন, ২৩ মার্চ বৈঠকে বসছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেল
স্থানীয় সূত্রে খবর, ফুডপার্কের একটি প্লাস্টিকজাত দ্রব্য তৈরির কারখানায় আগুন লাগে। ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখেই আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন শ্রমিকেরা। খবর দেওয়া হয় দমকলে। সূত্রে দাবি, দমকল আসতে খানিক দেরিই হয়েছে এলাকায় যানজটের কারণে। যার ফলে দমকল এসে পৌঁছোতে পৌঁছোতেই আগুনের মাত্রা বেড়ে যায়। আশপাশে আরও অনেক কারখানা রয়েছে। তার ফলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় আতঙ্ক আরও বেড়েছে।
আরও পড়ুন: ৭ দিনের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনশৃঙ্খলা দেখতে বিশেষ টাস্ক ফোর্স
কারখানার শ্রমিকেরা জানান, কারখানার ভিতরে প্লাস্টিকজাত বহু দ্রব্য ও রাসায়নিক দ্রব্য মজুত রয়েছে। তার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবে আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কারখানার শ্রমিকেরা জানান, আগুন লেগেছে দেখতে পেয়েই তাঁরা সকলে বাইরে বেরিয়ে এসেছিলেন। ভিতরে কেউ আটকে নেই।