০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বায়োপিকে প্রাক্তন ভারত অধিনায়কের চরিত্রে দেখা যাবে কাকে? নিজেই জানালেন সৌরভ

সুস্মিতা
  • আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
  • / 72

পুবের কলম প্রতিবেদক: অবশেষে বাংলার দাদা তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে বড়পর্দায়। তবে সবচেয়ে গুরুতর যে প্রশ্নটিকে ঘিরে জল্পনা তুঙ্গে তা হল সৌরভের ভূমিকায় অভিনয় করবেন কে? তবে সম্প্রতি সৌরভ নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান গিয়েছিলেন মহারাজ। সেখানেই সৌরভ জানান, তাঁর বায়োপিকে মুখ্য চরিত্রে দেখা যাবে বলি অভিনেতা রাজকুমার রাওকে।

সংবাদমধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, “আমি যতদূর শুনেছি, রাজকুমার রাও অভিনয় করতে পারেন। কিন্তু ডেট নিয়ে এখনও কিছু সমস্যা রয়েছে। তাই ছবি রিলিজ হতে এক বছরের বেশি সময় লাগতে পারে।”

আরও পড়ুন: Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা

এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ভক্তদের মধ্যে। প্রসঙ্গত, অনেক দিন ধরেই কথা চলছিল সৌরভের বায়োপিক নিয়ে। কে সৌরভের চরিত্রে অভিনয় করবেন তা নিয়েও কৌতুহলের শেষ ছিল না। বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা থেকে রণবীর কাপুরের নাম নিয়েও হয়েছিল জল্পনা।

আরও পড়ুন: ভারত থেকে সরতে পারে এশিয়া কাপ ক্রিকেট

এর আগে সৌরভের সঞ্চালনায় ‘দাদাগিরি’র মঞ্চে এসে সৌরভের বায়োপিক তৈরি করার ইচ্ছার কথা জানিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত বলেন, “আমাকে যিশু ফোন করে বলেছে আমি ক্রিকেটটা ভালোই খেলি। কিন্তু আমি তখন বলেছি তুই ডান হাতে ব্যাট করিস। তবে আবির কিন্তু বাঁ হাতে ব্যাট করে।” সেই সময় ওই মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা যিশু সেনগুপ্তও। তিনি মজা করে বলেন, “আমি বলটাও পারি। আবীর বল করে না।” যদিও তখন সৌরভ নিজেই মজা করে বলেছিলেন, “আমি যিশুকে বাঁ হাতে ব্যাট করা শিখিয়ে দেব।” যদিও বাকি চরিত্রে কাদের দেখা যাবে সেই সমন্ধে কোনও তথ্য এখনও জানা যায়নি। এখনও অবধি ছবি তৈরি প্রাথমিক স্তরেই রয়েছে। তাই মুক্তির তারিখ বা বাকি খবর কিছু জানা যায়নি।

আরও পড়ুন: আইপিএলের সূচি পরিবর্তন

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বায়োপিকে প্রাক্তন ভারত অধিনায়কের চরিত্রে দেখা যাবে কাকে? নিজেই জানালেন সৌরভ

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: অবশেষে বাংলার দাদা তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে বড়পর্দায়। তবে সবচেয়ে গুরুতর যে প্রশ্নটিকে ঘিরে জল্পনা তুঙ্গে তা হল সৌরভের ভূমিকায় অভিনয় করবেন কে? তবে সম্প্রতি সৌরভ নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান গিয়েছিলেন মহারাজ। সেখানেই সৌরভ জানান, তাঁর বায়োপিকে মুখ্য চরিত্রে দেখা যাবে বলি অভিনেতা রাজকুমার রাওকে।

সংবাদমধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, “আমি যতদূর শুনেছি, রাজকুমার রাও অভিনয় করতে পারেন। কিন্তু ডেট নিয়ে এখনও কিছু সমস্যা রয়েছে। তাই ছবি রিলিজ হতে এক বছরের বেশি সময় লাগতে পারে।”

আরও পড়ুন: Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা

এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ভক্তদের মধ্যে। প্রসঙ্গত, অনেক দিন ধরেই কথা চলছিল সৌরভের বায়োপিক নিয়ে। কে সৌরভের চরিত্রে অভিনয় করবেন তা নিয়েও কৌতুহলের শেষ ছিল না। বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা থেকে রণবীর কাপুরের নাম নিয়েও হয়েছিল জল্পনা।

আরও পড়ুন: ভারত থেকে সরতে পারে এশিয়া কাপ ক্রিকেট

এর আগে সৌরভের সঞ্চালনায় ‘দাদাগিরি’র মঞ্চে এসে সৌরভের বায়োপিক তৈরি করার ইচ্ছার কথা জানিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত বলেন, “আমাকে যিশু ফোন করে বলেছে আমি ক্রিকেটটা ভালোই খেলি। কিন্তু আমি তখন বলেছি তুই ডান হাতে ব্যাট করিস। তবে আবির কিন্তু বাঁ হাতে ব্যাট করে।” সেই সময় ওই মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা যিশু সেনগুপ্তও। তিনি মজা করে বলেন, “আমি বলটাও পারি। আবীর বল করে না।” যদিও তখন সৌরভ নিজেই মজা করে বলেছিলেন, “আমি যিশুকে বাঁ হাতে ব্যাট করা শিখিয়ে দেব।” যদিও বাকি চরিত্রে কাদের দেখা যাবে সেই সমন্ধে কোনও তথ্য এখনও জানা যায়নি। এখনও অবধি ছবি তৈরি প্রাথমিক স্তরেই রয়েছে। তাই মুক্তির তারিখ বা বাকি খবর কিছু জানা যায়নি।

আরও পড়ুন: আইপিএলের সূচি পরিবর্তন