চলছিল সাফাইয়ের কাজ, কেরলে ট্রেনের ধাক্কায় মৃত ৪ শ্রমিক

- আপডেট : ৩ নভেম্বর ২০২৪, রবিবার
- / 2
পুবের কলম,ওয়েবডেস্ক: ট্রেনের (TRAIN) ধাক্কায় মৃত্যু ৪ চুক্তিভিত্তিক সাফাকর্মীর। ঘটনাটি ঘটেছে কেরলের কেরলের পালাক্কড়ে। জানা গেছে, রেললাইনে আবর্জনা কুড়ানোর কাজ করছিলেন মৃতরা।
হঠাৎ পিছন থেকে ছুটে আসে তিরুবনন্তপুরমগামী কেরল এক্সপ্রেস ট্রেন। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় ছিটকে যান তাঁরা।ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের। তবে ৩ শ্রমিকের দেহ উদ্ধার হলেও অন্য একজনের খোঁজ পাওয়া যায়নি। চলছে তল্লাশি অভিযান। পুলিশের প্রাথমিক অনুমান, নিকটবর্তী নদীতে গিয়ে ছিটকে পড়েছেন তিনি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার দুপুরে পালাক্কড় জেলার শোরানুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। এদিন দুপুর ৩ টে নাগাদ ওই ঠিকা কর্মীরা রেললাইন থেকে আবর্জনা পরিষ্কার করার কাজ করছিলেন। এমন সময়ে পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসে তিরুবনন্তপুরমগামী কেরল এক্সপ্রেস (Thiruvananthapuram-bound Kerala Express train)। ট্রেনের ধাক্কায় এদিক-ওদিক ছিটকে যান সাফাই কর্মীরা। মৃতদের মধ্যে দুইজন মহিলা ও দুইজন পুরুষ ছিলেন।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পিছন থেকে ট্রেন আসার খবর হয়তো বুঝতে পারেননি চুক্তিভিত্তিক সাফাইকর্মীরা।
READ:পঞ্জাবে অমৃতসর-হাওড়া মেলে বিস্ফোরণ, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ কমপক্ষে ২০ জনের
তাই দুর্ঘটনাটি ঘটেছে। তবে গোটা বিষয়টিই তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে রেল চালকের দাবি, যে জায়গায় দুর্ঘটনাটি (ACCIDENT) ঘটেছে সেখানে একটি বাঁক রয়েছে। যার ট্রেনটি বাঁক ঘুরতেই ওই কর্মীদের দেখেন ট্রেনের চালক। সঙ্গে সঙ্গে বাঁশি বাজানো হলেও সরে যাওয়ার সময় পাননি কর্মীরা। যার জেরেই এই দুর্ঘটনা।