আমেরিকার কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি

- আপডেট : ১৭ মার্চ ২০২৫, সোমবার
- / 84
পুবের কলম,ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফ্রান্সের এক সংসদ সদস্য বামপন্থী রাজনীতিবিদ রাফায়েল গ্লাকসম্যান দাবি করেছেন যে, মূল্যবোধের ভিত্তিতে ফ্রান্স এই মূর্তি উপহার দিয়েছিল, ট্রাম্প প্রশাসন তা অমান্য করছে। মধ্য-বাম রাজনীতিবিদ গ্লাকসম্যান তার প্লেস পাবলিকের মধ্য-বাম আন্দোলনের এক সম্মেলনে বলেছেন, ‘আমাদের স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে দিন।’
তিনি আরও বলেন, আমরা সেই আমেরিকানদের বলব যারা অত্যাচারীদের পক্ষ নিয়েছে, গবেষকদের বরখাস্ত করেছে: ‘আমাদের স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে দিন।’ গ্লাকসম্যান ইউক্রেনের একজন কট্টর সমর্থক। গ্লাকসম্যান আরও বলেন, আমরা সেই আমেরিকানদের বলব যারা অত্যাচারীদের পক্ষ নিয়েছে, বৈজ্ঞানিক স্বাধীনতার দাবিতে গবেষকদের বরখাস্ত করেছে। আমরা স্ট্যাচু অব লিবার্টি আপনাকে উপহার হিসেবে দিয়েছিলাম, কিন্তু দৃশ্যত আপনি এটা ঘৃণা করেন। তাই এখানে তার বাড়িতেই এটা ঠিক থাকবে।
আমেরিকার স্বাধীনতা ঘোষণার শতবর্ষ উপলক্ষে ১৮৮৬ সালের ২৮ অক্টোবর নিউ ইয়র্ক সিটির বন্দরে স্ট্যাচু অফ লিবার্টি উন্মোচন করা হয়েছিল। ফরাসি জনগণ মূর্তিটি মার্কিনিদের উপহার দিয়েছিল। মূর্তিটির নকশাকারক ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি। ১৯২৪ সালে মার্কিন সরকার এটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করে। বামপন্থী রাজনীতিবিদ রাফায়েল গ্লাকসম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের বিষয়ে মার্কিন নীতির আমূল পরিবর্তনের তীব্র সমালোচনা করেছেন।