১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘গঙ্গা উৎসব ২০২৪’ আদি গঙ্গা পরিস্কার রাখা, আমাদের অঙ্গীকার..মন্তব্য ফিরহাদ হাকিমের

ইমামা খাতুন
  • আপডেট : ৩ নভেম্বর ২০২৪, রবিবার
  • / 131

সন্দীপ সাহা:  ‘আদি গঙ্গা পরিষ্কার, আমাদের অঙ্গীকার’- এই শপথ বাক্য উচ্চারণের মধ্য দিয়ে মেয়র ফিরহাদ হাকিম গঙ্গা উৎসব  ২০২৪-এর  আজকের কর্মসূচির সূচনা করলেন। সকাল ১০ টা নাগাদ চেতলা হাট থেকে আদি গঙ্গার প্রসন্নময়ী ঘাট পর্যন্ত প্রভাত ফেরি হয়।

 

'গঙ্গা উৎসব ২০২৪' আদি গঙ্গা পরিস্কার রাখা, আমাদের অঙ্গীকার..মন্তব্য ফিরহাদ হাকিমের

মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে গঙ্গা উৎসব উপলক্ষে প্রসন্নময়ী ঘাটে গঙ্গা প্রহরি পথনাটক পরিবেশন করছেন হাওড়া জোনাকি গ্রুপ। ছবি: সন্দীপ সাহা  

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হাকিম বলেন,  গঙ্গা আমাদের শহর কলকাতার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা আমাদের সৌভাগ্য। এই নদী প্রবাহ যাতে বিঘ্ন না হয়, নদী যাতে দূষিত না হয়, এটা দেখা যতটা কর্পোরেশনের দায়িত্ব, ঠিক ততটাই আম জনতার।

'গঙ্গা উৎসব ২০২৪' আদি গঙ্গা পরিস্কার রাখা, আমাদের অঙ্গীকার..মন্তব্য ফিরহাদ হাকিমের

বক্তব্য রাখছেন মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে রয়েছেন দেবলিনা বিশ্বাস ও অমিতাভ পাল। ছবি: সন্দীপ সাহা  

'গঙ্গা উৎসব ২০২৪' আদি গঙ্গা পরিস্কার রাখা, আমাদের অঙ্গীকার..মন্তব্য ফিরহাদ হাকিমের

                                আদি গঙ্গা ছবি: সন্দীপ সাহা

এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর দেবলিনা বিশ্বাস, দেবল জৈন, টালি নালার প্রজেক্টের ডিরেক্টর জেনারেল অমিতাভ পাল।

 

 

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘গঙ্গা উৎসব ২০২৪’ আদি গঙ্গা পরিস্কার রাখা, আমাদের অঙ্গীকার..মন্তব্য ফিরহাদ হাকিমের

আপডেট : ৩ নভেম্বর ২০২৪, রবিবার

সন্দীপ সাহা:  ‘আদি গঙ্গা পরিষ্কার, আমাদের অঙ্গীকার’- এই শপথ বাক্য উচ্চারণের মধ্য দিয়ে মেয়র ফিরহাদ হাকিম গঙ্গা উৎসব  ২০২৪-এর  আজকের কর্মসূচির সূচনা করলেন। সকাল ১০ টা নাগাদ চেতলা হাট থেকে আদি গঙ্গার প্রসন্নময়ী ঘাট পর্যন্ত প্রভাত ফেরি হয়।

 

'গঙ্গা উৎসব ২০২৪' আদি গঙ্গা পরিস্কার রাখা, আমাদের অঙ্গীকার..মন্তব্য ফিরহাদ হাকিমের

মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে গঙ্গা উৎসব উপলক্ষে প্রসন্নময়ী ঘাটে গঙ্গা প্রহরি পথনাটক পরিবেশন করছেন হাওড়া জোনাকি গ্রুপ। ছবি: সন্দীপ সাহা  

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হাকিম বলেন,  গঙ্গা আমাদের শহর কলকাতার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা আমাদের সৌভাগ্য। এই নদী প্রবাহ যাতে বিঘ্ন না হয়, নদী যাতে দূষিত না হয়, এটা দেখা যতটা কর্পোরেশনের দায়িত্ব, ঠিক ততটাই আম জনতার।

'গঙ্গা উৎসব ২০২৪' আদি গঙ্গা পরিস্কার রাখা, আমাদের অঙ্গীকার..মন্তব্য ফিরহাদ হাকিমের

বক্তব্য রাখছেন মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে রয়েছেন দেবলিনা বিশ্বাস ও অমিতাভ পাল। ছবি: সন্দীপ সাহা  

'গঙ্গা উৎসব ২০২৪' আদি গঙ্গা পরিস্কার রাখা, আমাদের অঙ্গীকার..মন্তব্য ফিরহাদ হাকিমের

                                আদি গঙ্গা ছবি: সন্দীপ সাহা

এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর দেবলিনা বিশ্বাস, দেবল জৈন, টালি নালার প্রজেক্টের ডিরেক্টর জেনারেল অমিতাভ পাল।