১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
‘গঙ্গা উৎসব ২০২৪’ আদি গঙ্গা পরিস্কার রাখা, আমাদের অঙ্গীকার..মন্তব্য ফিরহাদ হাকিমের

ইমামা খাতুন
- আপডেট : ৩ নভেম্বর ২০২৪, রবিবার
- / 131
সন্দীপ সাহা: ‘আদি গঙ্গা পরিষ্কার, আমাদের অঙ্গীকার’- এই শপথ বাক্য উচ্চারণের মধ্য দিয়ে মেয়র ফিরহাদ হাকিম গঙ্গা উৎসব ২০২৪-এর আজকের কর্মসূচির সূচনা করলেন। সকাল ১০ টা নাগাদ চেতলা হাট থেকে আদি গঙ্গার প্রসন্নময়ী ঘাট পর্যন্ত প্রভাত ফেরি হয়।
মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে গঙ্গা উৎসব উপলক্ষে প্রসন্নময়ী ঘাটে গঙ্গা প্রহরি পথনাটক পরিবেশন করছেন হাওড়া জোনাকি গ্রুপ। ছবি: সন্দীপ সাহা
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হাকিম বলেন, গঙ্গা আমাদের শহর কলকাতার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা আমাদের সৌভাগ্য। এই নদী প্রবাহ যাতে বিঘ্ন না হয়, নদী যাতে দূষিত না হয়, এটা দেখা যতটা কর্পোরেশনের দায়িত্ব, ঠিক ততটাই আম জনতার।
বক্তব্য রাখছেন মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে রয়েছেন দেবলিনা বিশ্বাস ও অমিতাভ পাল। ছবি: সন্দীপ সাহা
আদি গঙ্গা ছবি: সন্দীপ সাহা
এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর দেবলিনা বিশ্বাস, দেবল জৈন, টালি নালার প্রজেক্টের ডিরেক্টর জেনারেল অমিতাভ পাল।
Tag :