গাজায় ভয়াবহ হামলা চালাল ইসরাইল
Gaza ceasefire: ফের হামলা ইসরাইলের, শহিদ ৪ শতাধিক

- আপডেট : ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
- / 149
Gaza ceasefire: যুদ্ধবিরতি বাতিল করে গাজায় ভয়াবহ হামলা চালাল ইসরাইল
পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধবিরতির চুক্তি ভেঙ্গে গাজায় (Gaza ceasefire) ফের হামলা শুরু করেছে ইসরাইল। সেই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ শতাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে চালানো এ বিমান হামলায় সবশেষ ৪১৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে গাজার মেডিকেল সূত্র। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গাজায় আকস্মিকভাবে ভয়াবহ এই হামলা চালিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি বাতিল ( Gaza ceasefire) করল ইসরাইল। মূলত বিমানবাহিনী বোমাবর্ষণ করছে সেখানে। ইসরাইল জানিয়েছে, হামাসকে লক্ষ্য করেই এই বোমাবর্ষণ করা হচ্ছে। গত ১৯ জানুয়ারির পর গাজায় হামলা বন্ধ রেখেছিল ইহুদি বাহিনী। আলোচনা হচ্ছিল হামাসের সঙ্গে। শুরু হয়েছিল বন্দি বিনিময়ও। অভিযোগ, সম্প্রতি হামাস সেই আলোচনা বন্ধ রেখেছে। তারই জেরে ইসরাইল নতুন করে আক্রমণ শুরু করেছে বলে অভিযোগ।
গাজায় চালানো এই ভয়াবহ হামলার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি গাজায় হামাসের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। হামাস জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং সমস্ত যুদ্ধবিরতি ( Gaza ceasefire) প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।যদিও অভিযোগ, মিথ্যা কাহিনী বানিয়ে এই হামলা চালিয়েছে ইসরাইল। উত্তর গাজা, গাজা সিটি, দেইর আল-বালাহ, খান ইউনিস এবং দক্ষিণে মিশরের সীমান্তবর্তী রাফাহসহ উপত্যকাটির বিভিন্ন এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গাজায় ভয়াবহ বিমান হামলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করেছিল ইসরাইল। হোয়াইট হাউসের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।