ISRAEL-এর বিমান হামলায় গাজার উপ-রাষ্ট্রপ্রতি নিহত
গাজা (gaza) হামলা: হামাসের শীর্ষ কর্মকর্তারা নিহত

- আপডেট : ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
- / 168
পুবের কলম, ওয়েবডেস্ক: গাজা (gaza) উপত্যকায় ইসরাইলি ( ISRAEL)সামরিক বাহিনীর ‘ব্যাপক হামলা’য় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ পরিসংখ্যান জানিয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হামাসের ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ আক্রমণ চালাচ্ছে।
হামলা অব্যাহত রয়েছে এবং আইডিএফ নতুন করে আরও অনেক এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতির পর এটি গাজায় সবচেয়ে বড় বিমান হামলা। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা কোনও চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়েছে।
♦ Israel-Hamas Conflict: বিশ্ববাসীকে রাস্তায় নামার আহ্বান হামাস-এর
এদিকে গাজার (gaza) উপস্বরাষ্ট্রমন্ত্রী ও ওই অঞ্চলের সর্বোচ্চ পদস্থ হামাস নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাহ নিহত হয়েছেন। পরবর্তী সময়ে আরো তিনজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাজার (gaza) বাসিন্দারা সাহরি খাওয়ার সময় এসব বিস্ফোরণ হয়। তারা ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দেন—চারপাশে আগুন, মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং আহতরা চিকিৎসার জন্য মরিয়া হয়ে উঠেছে।

ইসরাইলি (ISRAEL) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ISRAEL)ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ মঙ্গলবার সকালে এই হামলার নির্দেশ দেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি আমাদের জিম্মিদের মুক্তি দিতে বারবার হামাসের অস্বীকৃতি জানানো এবং মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ ও মধ্যস্থতাকারীদের দেওয়া সব প্রস্তাব প্রত্যাখ্যানের পরবর্তী পদক্ষেপ। যদিও এই তথ্য মিথ্যা বলে মনে করছেন অনেকে।