২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুজোর আগে পাহাড়প্রেমীদের জন্য সুখবর, Vistadome Coach-এ এবার ডুয়ার্স সফর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার
  • / 34

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা আবহে ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। এবার নামমাত্র খরচে ‘ভিস্টাডোম’ কোচে করা যাবে ডুয়ার্স সফর। আগামী শনিবার ২৮ আগস্ট থেকে রাজ্যে চলবে ‘ভিস্টাডোম’ কোচ। উত্তর-পূর্ব সীমান্ত রেলের দায়িত্বে এই রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। পাহাড় প্রিয় ভ্রমণার্থীদের কাছে অবশ্যই খুশির হাওয়া। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের মধ্যে চলবে এই ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেন। মাত্র ৬ ঘন্টায় ১৬৯ কিমি পাড়ি দেবে। আপাতত সপ্তাহে তিনদিন চলবে এই বিশেষ ট্রেন। শুক্রবার, শনিবার, রবিবার চলবে Vistadome Coach।

পুজোর আগে পাহাড়প্রেমীদের জন্য সুখবর, Vistadome Coach-এ এবার ডুয়ার্স সফর

 

নিউ জলপাইগুড়ি,  শিলিগুড়ি,  সেবক, নিউ মাল, চালসা,  হাসিমারা,  রাজাভাতখাওয়া ও আলিপুরদুয়ার স্টেশন ছুঁয়ে চলবে ‘ভিস্টাডোম’ স্পেশ্যাল।

নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৭ টা ২০ মিনিটে ট্রেন পরিষেবা শুরু হবে এবং দুপুর ১ টায় আলিপুরদার পৌঁছাবে। একই ট্রেনটি আলিপুরদুয়ার থেকে দুপুর ২ টায় নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সন্ধ্যা ৭টায় এনজেপি পৌঁছাবে।

পুজোর আগে পাহাড়প্রেমীদের জন্য সুখবর, Vistadome Coach-এ এবার ডুয়ার্স সফর

শীতাতপ নিয়ন্ত্রিত এই স্পেশাল কোচ বিশেষভাবে উপভোগ করতে পারবেন ভ্রমণ পিপাসুরা। যেমন কোচ থেকে ৩৬০ ডিগ্রি দেখার ব্যবস্থা থাকছে। বিশেষ ধরণের ফাইবারের চাদরে মোড়া থাকবে কোচ। ফলে কোচের যে কোনও প্রান্তে বসেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে। তৈরি করেছে ভারতীয় রেল।

যাত্রীরা PRS বা IRCTC ওয়েব পোর্টালের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোর আগে পাহাড়প্রেমীদের জন্য সুখবর, Vistadome Coach-এ এবার ডুয়ার্স সফর

আপডেট : ২৬ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা আবহে ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। এবার নামমাত্র খরচে ‘ভিস্টাডোম’ কোচে করা যাবে ডুয়ার্স সফর। আগামী শনিবার ২৮ আগস্ট থেকে রাজ্যে চলবে ‘ভিস্টাডোম’ কোচ। উত্তর-পূর্ব সীমান্ত রেলের দায়িত্বে এই রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। পাহাড় প্রিয় ভ্রমণার্থীদের কাছে অবশ্যই খুশির হাওয়া। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের মধ্যে চলবে এই ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেন। মাত্র ৬ ঘন্টায় ১৬৯ কিমি পাড়ি দেবে। আপাতত সপ্তাহে তিনদিন চলবে এই বিশেষ ট্রেন। শুক্রবার, শনিবার, রবিবার চলবে Vistadome Coach।

পুজোর আগে পাহাড়প্রেমীদের জন্য সুখবর, Vistadome Coach-এ এবার ডুয়ার্স সফর

 

নিউ জলপাইগুড়ি,  শিলিগুড়ি,  সেবক, নিউ মাল, চালসা,  হাসিমারা,  রাজাভাতখাওয়া ও আলিপুরদুয়ার স্টেশন ছুঁয়ে চলবে ‘ভিস্টাডোম’ স্পেশ্যাল।

নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৭ টা ২০ মিনিটে ট্রেন পরিষেবা শুরু হবে এবং দুপুর ১ টায় আলিপুরদার পৌঁছাবে। একই ট্রেনটি আলিপুরদুয়ার থেকে দুপুর ২ টায় নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সন্ধ্যা ৭টায় এনজেপি পৌঁছাবে।

পুজোর আগে পাহাড়প্রেমীদের জন্য সুখবর, Vistadome Coach-এ এবার ডুয়ার্স সফর

শীতাতপ নিয়ন্ত্রিত এই স্পেশাল কোচ বিশেষভাবে উপভোগ করতে পারবেন ভ্রমণ পিপাসুরা। যেমন কোচ থেকে ৩৬০ ডিগ্রি দেখার ব্যবস্থা থাকছে। বিশেষ ধরণের ফাইবারের চাদরে মোড়া থাকবে কোচ। ফলে কোচের যে কোনও প্রান্তে বসেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে। তৈরি করেছে ভারতীয় রেল।

যাত্রীরা PRS বা IRCTC ওয়েব পোর্টালের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।