২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে: ইউনূস

সুস্মিতা
  • আপডেট : ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
  • / 32

পুবের কলম, ওয়েবডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সন্ত্রাস দমনের’ নামে যা করেছেন, সেজন্য তাঁকে বিচারের মুখোমুখি করা হবে, তা তিনি বাংলাদেশে সশরীর উপস্থিত থাকুন বা না থাকুন। যুক্তরাজ্যভিত্তিক স্কাই নিউজের এশিয়া প্রতিনিধি করডেলিয়া লিঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্কাই নিউজের ওয়েবসাইটে আজ বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘হাসিনা যেখানেই থাকুক না কেন, তার বিচার হবে।’ স্কাই নিউজকে অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘বিচারের ব্যবস্থা করা হবে। শুধু তাঁর নয়, বরং যাঁরা তাঁকে সহযোগিতা করেছেন, তাঁর পরিবারের সদস্য, তাঁর আশ্রিত ব্যক্তি অথবা সহযোগীদের, তাঁদের সবার বিচার করা হবে।’
বাংলাদেশে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে আছেন। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, তাঁরা ‘আনুষ্ঠানিক চিঠি’ পাঠিয়েছেন, কিন্তু নয়াদিল্লি থেকে এখনও ‘আনুষ্ঠানিক কোনও জবাব’ পাননি। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি করা হবে, তিনি সশরীর বাংলাদেশে উপস্থিত থাকুন বা না থাকুন।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, শত শত অ্যাকটিভিস্টকে অপহরণ, নির্যাতন এবং হত্যা করতে তিনি তাঁর নিরাপত্তা বাহিনী এবং পুলিশ বাহিনীকে ব্যবহার করেছেন। তবে হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি রাজনৈতিকভাবে নিগৃহীত হচ্ছেন।
আয়নাঘরের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনি চোখে যা দেখতে পারেন, আপনি যা অনুভব করতে পারেন অথবা আপনার পক্ষে যা পর্যবেক্ষণ করা সম্ভব, তার মধ্যে সেগুলো সবচেয়ে জঘন্য।’ ইউনূস আরও বলেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) যাঁদের বিরুদ্ধে তদন্ত করছে, তাঁদের একজন যুক্তরাজ্যের লেবার পার্টির আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিক। টিউলিপ শেখ হাসিনার বোনের মেয়ে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে: ইউনূস

আপডেট : ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সন্ত্রাস দমনের’ নামে যা করেছেন, সেজন্য তাঁকে বিচারের মুখোমুখি করা হবে, তা তিনি বাংলাদেশে সশরীর উপস্থিত থাকুন বা না থাকুন। যুক্তরাজ্যভিত্তিক স্কাই নিউজের এশিয়া প্রতিনিধি করডেলিয়া লিঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্কাই নিউজের ওয়েবসাইটে আজ বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘হাসিনা যেখানেই থাকুক না কেন, তার বিচার হবে।’ স্কাই নিউজকে অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘বিচারের ব্যবস্থা করা হবে। শুধু তাঁর নয়, বরং যাঁরা তাঁকে সহযোগিতা করেছেন, তাঁর পরিবারের সদস্য, তাঁর আশ্রিত ব্যক্তি অথবা সহযোগীদের, তাঁদের সবার বিচার করা হবে।’
বাংলাদেশে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে আছেন। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, তাঁরা ‘আনুষ্ঠানিক চিঠি’ পাঠিয়েছেন, কিন্তু নয়াদিল্লি থেকে এখনও ‘আনুষ্ঠানিক কোনও জবাব’ পাননি। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি করা হবে, তিনি সশরীর বাংলাদেশে উপস্থিত থাকুন বা না থাকুন।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, শত শত অ্যাকটিভিস্টকে অপহরণ, নির্যাতন এবং হত্যা করতে তিনি তাঁর নিরাপত্তা বাহিনী এবং পুলিশ বাহিনীকে ব্যবহার করেছেন। তবে হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি রাজনৈতিকভাবে নিগৃহীত হচ্ছেন।
আয়নাঘরের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনি চোখে যা দেখতে পারেন, আপনি যা অনুভব করতে পারেন অথবা আপনার পক্ষে যা পর্যবেক্ষণ করা সম্ভব, তার মধ্যে সেগুলো সবচেয়ে জঘন্য।’ ইউনূস আরও বলেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) যাঁদের বিরুদ্ধে তদন্ত করছে, তাঁদের একজন যুক্তরাজ্যের লেবার পার্টির আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিক। টিউলিপ শেখ হাসিনার বোনের মেয়ে।