২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে: শামি

ইমামা খাতুন
  • আপডেট : ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতের জোরে বোলার মুহাম্মদ শামি। বুমরাহ না থাকায় তাঁকে যে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে সেটা তিনি একবাক্যে স্বীকার করছেন। বলছেন, ‘বুমরাহ না থাকায় আমায় হয়ত একটু বেশিই দায়িত্ব নিতে হচ্ছে ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে। তবে আমি তৈরিই আছি। এসব ক্ষেত্রের জন্য তৈরি থাকতে হয়।’ চোট তাঁকে দীর্ঘদিন মাঠের বাইরে রেখেছিল। কিন্তু এখন তিনি পুরো ফিট। জানালেন, ‘চোটের জন্য অনেকগুলো দিন মাঠের বাইরে থাকতে হয়েছে। কাজেই ফিরে এসে সেই ছ¨টা খোঁজার চেষ্টা করেছি। হয়ত কিছুটা ছ¨ে ফিরেছি। ফাইনালেও ছ¨ে থাকার চেষ্টা করব।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে পায়ে সামান্য টান অনুভব করে মাঠের বাইরে গিয়েও ফিরে এসে নিজের ১০ ওভারের পুরো স্পেল শেষ করেছিলেন শামি। ভারতীয় ফাস্ট বোলার বলছেন, ‘উইকেট তোলাটাই শুধু লক্ষ্য নয়। এরকম পরিবেশে সামনে থেকে বোলিংয়ে নেতৃত্ব দেওয়াটাও জরুরী। সেটাই করার চেষ্টা করছি।’ পাশাপাশি নিজের ফিটনেস নিয়ে শামি জানালেন, ‘আমি ফিট। শুধু এটা চেষ্টা করে যাচ্ছি, যাতে বাকি বোলারদের সুবিধে হয়। আমাদের পরিশ্রমটাই শেষ কথা। কারণ আমরা সবাই জাতীয় দলের সদস্য। সেই জাতীয় কর্তব্য পালন করাটাই সবার মূল লক্ষ্য।’

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে: শামি

আপডেট : ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতের জোরে বোলার মুহাম্মদ শামি। বুমরাহ না থাকায় তাঁকে যে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে সেটা তিনি একবাক্যে স্বীকার করছেন। বলছেন, ‘বুমরাহ না থাকায় আমায় হয়ত একটু বেশিই দায়িত্ব নিতে হচ্ছে ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে। তবে আমি তৈরিই আছি। এসব ক্ষেত্রের জন্য তৈরি থাকতে হয়।’ চোট তাঁকে দীর্ঘদিন মাঠের বাইরে রেখেছিল। কিন্তু এখন তিনি পুরো ফিট। জানালেন, ‘চোটের জন্য অনেকগুলো দিন মাঠের বাইরে থাকতে হয়েছে। কাজেই ফিরে এসে সেই ছ¨টা খোঁজার চেষ্টা করেছি। হয়ত কিছুটা ছ¨ে ফিরেছি। ফাইনালেও ছ¨ে থাকার চেষ্টা করব।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে পায়ে সামান্য টান অনুভব করে মাঠের বাইরে গিয়েও ফিরে এসে নিজের ১০ ওভারের পুরো স্পেল শেষ করেছিলেন শামি। ভারতীয় ফাস্ট বোলার বলছেন, ‘উইকেট তোলাটাই শুধু লক্ষ্য নয়। এরকম পরিবেশে সামনে থেকে বোলিংয়ে নেতৃত্ব দেওয়াটাও জরুরী। সেটাই করার চেষ্টা করছি।’ পাশাপাশি নিজের ফিটনেস নিয়ে শামি জানালেন, ‘আমি ফিট। শুধু এটা চেষ্টা করে যাচ্ছি, যাতে বাকি বোলারদের সুবিধে হয়। আমাদের পরিশ্রমটাই শেষ কথা। কারণ আমরা সবাই জাতীয় দলের সদস্য। সেই জাতীয় কর্তব্য পালন করাটাই সবার মূল লক্ষ্য।’