Heathrow Airport-এ অগ্নিকাণ্ড: বাতিল একাধিক উড়ান, ভোগান্তিতে যাত্রীরা

- আপডেট : ২১ মার্চ ২০২৫, শুক্রবার
- / 193
পুবের কলম, ওয়েবডেস্ক: লন্ডনের হিথরো বিমানবন্দরে (Heathrow Airport) অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের জেরে দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। প্রায় একদিনের জন্য হিথরোয় বিমান পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ভোগান্তির মুখে পড়বে কয়েক হাজার যাত্রী। শুক্রবার এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, “হিথরো বিমানবন্দর (Heathrow Airport) বন্ধ থাকায় বিমান চলাচল ব্যাহত হয়েছে। একটি বিমান মুম্বই ফিরে এসেছে। বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে।” এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, “মুম্বই থেকে লন্ডন হিথরোগামী এআই১২৯ বিমান মুম্বই ফিরে এসেছে। ২১ মার্চের সমস্ত বিমান বাতিল করা হয়েছে।”
আরও পড়ুন: লক্ষ্য ছাব্বিশের নির্বাচন, ২৩ মার্চ বৈঠকে বসছে তৃণমূলের সোশাল মিডিয়া সেল
সূত্রের খবর, ২১ মার্চ এয়ার ইন্ডিয়ার ৬টি বিমান ছিল। যার মোট আসন সংখ্যা ১.৮৪৩। সবকটি বিমানই বাতিল করা হয়েছে। এছাড়া ব্রিটিশ এয়ারওয়েজ ভারত, এলএইচআর এবং ভার্জিন আটলান্টিকের বিমান পরিষেবাও বাতিল করা হয়েছে। এরফলে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার যাত্রী সমস্যায় পড়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত বিমানবন্দরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরবর্তী সব রকমের আপডেট দেওয়া হবে।