১৯ মার্চ ২০২৫, বুধবার, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দেশজুড়ে হিন্দি প্রসারের পক্ষে সওয়াল হিমন্তের

সুস্মিতা
  • আপডেট : ৭ মার্চ ২০২৫, শুক্রবার
  • / 1

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122

পুবের কলম ওয়েবডেস্ক: দক্ষিণ ভারত বিশেষ করে তামিলনাড়ুতে কেন্দ্রের হিন্দি ভাষা চাপানো নিয়ে তীব্র প্রতিবাদ উঠেছে, ঠিক তখন হিন্দির পক্ষে গলা চড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেশের রাজ্য সরকারগুলির অফিসেও হিন্দির ব্যাপক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জনালেন তিনি। হিমন্ত বলেছেন, হিন্দি ভাষাটি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের অফিসগুলিতে সীমাবদ্ধ না রেখে আরও বিস্তূত পরিসরে ব্যবহার করা উচিত। হিন্দিকে তিনি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যোগসূত্র বলে অভিহিত করে বলেন, এই ভাষা নিয়ে একদিন উত্তর-পূর্বের রাজ্যগুলিতে যে অনীহার মনোভাব ছিল, এখন সেটা কেটে যেতে শুরু করেছে। এ অঞ্চলে হিন্দির জনপ্রিয়তা বাড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর্যবেক্ষণের উল্লেখ করে হিমন্ত বলেন, হিন্দি এবং আঞ্চলিক ভাষাগুলো এমনভাবে সমৃদ্ধ করা উচিত যাতে বিদেশি ভাষাগুলোর উপর অত্যধিক নির্ভরতা হ্রাস পায়।
প্রসঙ্গত, বিজেপির পিতৃসংগঠন আরএসএসের নীতির মধ্যে রয়েছে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরএসএসকে সন্তুষ্ট রাখতে হি¨ির প্রতি সওয়াল শুরু করেছেন বলে মনে করা হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশজুড়ে হিন্দি প্রসারের পক্ষে সওয়াল হিমন্তের

আপডেট : ৭ মার্চ ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: দক্ষিণ ভারত বিশেষ করে তামিলনাড়ুতে কেন্দ্রের হিন্দি ভাষা চাপানো নিয়ে তীব্র প্রতিবাদ উঠেছে, ঠিক তখন হিন্দির পক্ষে গলা চড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেশের রাজ্য সরকারগুলির অফিসেও হিন্দির ব্যাপক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জনালেন তিনি। হিমন্ত বলেছেন, হিন্দি ভাষাটি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের অফিসগুলিতে সীমাবদ্ধ না রেখে আরও বিস্তূত পরিসরে ব্যবহার করা উচিত। হিন্দিকে তিনি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যোগসূত্র বলে অভিহিত করে বলেন, এই ভাষা নিয়ে একদিন উত্তর-পূর্বের রাজ্যগুলিতে যে অনীহার মনোভাব ছিল, এখন সেটা কেটে যেতে শুরু করেছে। এ অঞ্চলে হিন্দির জনপ্রিয়তা বাড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর্যবেক্ষণের উল্লেখ করে হিমন্ত বলেন, হিন্দি এবং আঞ্চলিক ভাষাগুলো এমনভাবে সমৃদ্ধ করা উচিত যাতে বিদেশি ভাষাগুলোর উপর অত্যধিক নির্ভরতা হ্রাস পায়।
প্রসঙ্গত, বিজেপির পিতৃসংগঠন আরএসএসের নীতির মধ্যে রয়েছে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরএসএসকে সন্তুষ্ট রাখতে হি¨ির প্রতি সওয়াল শুরু করেছেন বলে মনে করা হচ্ছে।