২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

২০৪ কোটি টাকার বেশি বাজেট পেশ হাওড়া জেলা পরিষদের

সুস্মিতা
  • আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার
  • / 5

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122

জোর দেওয়া হল পর্যটনে

আক্তারুল খাঁন, উলুবেড়িয়া: ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য হাওড়া জেলা পরিষদ ২০৪ কোটি ৭৭ লক্ষ ৫৭ হাজার টাকার বাজেট পেশ করেছে। জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য-সহ অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জেলা পরিষদের সাধারণ সভায় বাজেট পেশ করা হয়।
প্রসঙ্গত, ৪২ আসন বিশিষ্ট হাওড়া জেলা পরিষদে বিরোধী কোনও সদস্য নেই। এবারের বাজেটে হাওড়া জেলা পর্যটনের উপরে বেশি জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস বলেন, ‘জেলা পরিষদের জমি, ফেরিঘাটের ভাড়া তদারকির ফলে আয় বাড়ানো সম্ভব হয়েছে এবং আগামী অর্থবর্ষে জেলা পরিষদের নিজস্ব তহবিল বাড়ানোর জন্য ১৫.৩৫ লক্ষ টাকা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।’ হাওড়া জেলার পর্যটন মানচিত্রে প্রথম স্থানে পৌঁছবার জন্য হাওড়া জেলা পরিষদ নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জন্য আগামী আর্থিক বর্ষে ৭০ লক্ষ টাকা ধরা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে গড়চুমুক, মহিষরেখা পর্যটন কেন্দ্র উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এ ছাড়াও স্কুলগুলিতে পরিশুদ্ধ জল, নতুন বাড়ি ও কমিউনিটিভ টয়লেট করা হবে বলে তিনি জানিয়েছেন।

বাজেট প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান, ‘গ্রামোন্নয়নের কাজ অব্যাহত রেখেছে রাজ্য সরকার।’ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে বাংলাকে শুধু বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে এর ফলে সাধারণ মানুষ সমস্যাই পড়ছে।’ তিনি আরও বলেন, হাওড়া জেলার সব পঞ্চায়েত সমিতিতে কেন্দ্রীয় সরকারের কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেলে, এর পক্ষ থেকে অডিট করা হয়ে গিয়েছে। অডিটে কোথাও কোনও রকম অসঙ্গতি পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০৪ কোটি টাকার বেশি বাজেট পেশ হাওড়া জেলা পরিষদের

আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার

জোর দেওয়া হল পর্যটনে

আক্তারুল খাঁন, উলুবেড়িয়া: ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য হাওড়া জেলা পরিষদ ২০৪ কোটি ৭৭ লক্ষ ৫৭ হাজার টাকার বাজেট পেশ করেছে। জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য-সহ অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জেলা পরিষদের সাধারণ সভায় বাজেট পেশ করা হয়।
প্রসঙ্গত, ৪২ আসন বিশিষ্ট হাওড়া জেলা পরিষদে বিরোধী কোনও সদস্য নেই। এবারের বাজেটে হাওড়া জেলা পর্যটনের উপরে বেশি জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস বলেন, ‘জেলা পরিষদের জমি, ফেরিঘাটের ভাড়া তদারকির ফলে আয় বাড়ানো সম্ভব হয়েছে এবং আগামী অর্থবর্ষে জেলা পরিষদের নিজস্ব তহবিল বাড়ানোর জন্য ১৫.৩৫ লক্ষ টাকা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।’ হাওড়া জেলার পর্যটন মানচিত্রে প্রথম স্থানে পৌঁছবার জন্য হাওড়া জেলা পরিষদ নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জন্য আগামী আর্থিক বর্ষে ৭০ লক্ষ টাকা ধরা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে গড়চুমুক, মহিষরেখা পর্যটন কেন্দ্র উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এ ছাড়াও স্কুলগুলিতে পরিশুদ্ধ জল, নতুন বাড়ি ও কমিউনিটিভ টয়লেট করা হবে বলে তিনি জানিয়েছেন।

বাজেট প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান, ‘গ্রামোন্নয়নের কাজ অব্যাহত রেখেছে রাজ্য সরকার।’ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে বাংলাকে শুধু বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে এর ফলে সাধারণ মানুষ সমস্যাই পড়ছে।’ তিনি আরও বলেন, হাওড়া জেলার সব পঞ্চায়েত সমিতিতে কেন্দ্রীয় সরকারের কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেলে, এর পক্ষ থেকে অডিট করা হয়ে গিয়েছে। অডিটে কোথাও কোনও রকম অসঙ্গতি পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।