ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে জমিয়তের বিশাল মিছিল, সভায় শান্তি ও সম্প্রীতির বার্তা

- আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
- / 40
জৈদুল সেখ, কান্দি: কেন্দ্র সরকারের নয়া ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে বিশাল জমায়েত বড়ঞার কুলিতে। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে এক শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিনের সভায় প্রায় ২৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত উল্লেখ্য ওয়াকফ আইন নিয়ে সম্প্রতি সংসদের উভয় কক্ষে তীব্র বিতর্ক হয়। আইনটি পাশ হওয়ার পর দেশজুড়ে মুসলিম সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সংগঠনের নেতাদের দাবি, এই আইন সংখ্যালঘুদের ধর্মীয় ও সম্পত্তিগত অধিকার হরণ করবে। তবে এই বিলের বিরুদ্ধে এককাট্টা ছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’ও। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, এনসিপি (শরদ), ডিএমকে, আরজেডির পাশাপাশি বুধবার লোকসভায় সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করেছে ‘একদা হিন্দুত্ববাদী’ উদ্ধব ঠাকরের শিবসেনাও।খড়গ্রাম ব্লক জমিয়তে উলামার উদ্যোগে সোমবার কুলিতে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ মিছিল ও সভায় হাজার মানুষের ভীড় লক্ষ করা যায়।
এদিন উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামার সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম কাসেমী। তিনি বলেন, “নবীজি সাঃ ছিলেন শান্তির প্রতিক, এবং আল্লাহ রব্বুল আলামীন তাঁকে দুনিয়াতে শান্তির জন্য পাঠিয়েছিলেন। তিনি আরও বলেন, বর্তমানে আমাদের যে ওয়াকফ সম্পত্তি নিয়ে সমস্যা হচ্ছে, তার সমাধানে আমাদেরকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।” এদিনের সভায় শতাধিক ইমাম উপস্থিত ছিলেন, এবং সকলেই শান্তিপূর্ণ আন্দোলন চালানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন।