নরবলির ঘটনা বাড়ছে উগান্ডায়

- আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্কঃ কঠোর আইন ও মৃত্যুদণ্ডের মতো সাজা থাকা সত্ত্বেও আফ্রিকার দেশ উগান্ডায় আজও নরবলির ঘটনা ঘটছে। উগান্ডার প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় মানুষকে বলি দেওয়ার এই অদ্ভুত রীতিতে দেশটির সরকার অত্যন্ত উদ্বিগ্ন। সরকারি আধিকারিকরা জানান, বিগত ৩ বছরে দেশটিতে ১৩২টি নরবলির ঘটনা রেকর্ড হয়েছে।
তবে চিন্তার বিষয় হল, এই হার ক্রমশ বাড়ছে। পুলিশ জানায়, ২০১৯ সালে দেশে ২২টি নরবলি হয়েছে, ২০২০ সালে এই সংখ্যা হয় ৪৫ ও ২০২১ তা বেড়ে দাঁড়ায় ৬৫টিতে। সূত্রের খবর, বেশিরভাগ ক্ষেত্রেই এ সকল কুসংস্কারাচ্ছন্ন আচার অনুষ্ঠানে শিশুদের বলি দেওয়া হয়ে থাকে। কারণ, শিশুদেরই সবচেয়ে বেশি ‘শুদ্ধ’ ও ‘পবিত্র’ বলে মনে করা হয়।
কর্তৃপক্ষ জানায়, গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে থেকে জাদুকরী ডাক্তারদের তত্ত্বাবধানেই নরবলি করা হয়ে থাকে। সংবাদমাধ্যমকে পুলিশ মুখপাত্র ফ্রেড এনাঙ্গা বলেন, কয়েকদিন আগেই দুই ছেলেকে বলি দেওয়ার অভিযোগে এক পিতাকে গ্রেফতার করা হয়েছে। বলেন, ‘আমরা মুসলিমু এমবিউইয়িরে নামে এক সন্দেহ ভাজনকে তার দুই ছেলেকে বলি দেওয়ার দায়ে গ্রেফতার করেছি।
’ প্রাথমিক তদন্তে জানা যায়, এক ধনী ব্যক্তি এমবিউইয়িরেকে মোটা টাকা দিয়েছিলেন। এর বিনিময়ে তার দুই সন্তানকে বলি দিতে বলেছিলেন তিনি। মার্চ মাসে দেশটির পুলিশ বুগিরি জেলায় এক ৫ বছরের শিশুর মাথা কাটা দেহ পেয়েছিল। জানা যায়, এক ব্যবসায়ী ভালো ভাগ্য লাভের আশায় শিশুটিকে বলি দিয়েছিল।