অত্যান্ত ‘খারাপ’ অবস্থানে নয়াদিল্লির বায়ু দূষণ

- আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, বুধবার
- / 5
নয়াদিল্লি, ৩০ অক্টোবরঃ উৎসবের আগে চিন্তা বাড়ল নয়াদিল্লির। জাতীয় রাজধানীতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বায়ু দূষণ। বুধবার নয়াদিল্লিতে আটটি পর্যবেক্ষণ স্টেশন ‘খুব খারাপ’ মানের বায়ু রেকর্ড করেছে। সকাল ৯টায় সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ২৭৮ রেকর্ড করা হয়েছে। যা একদিন আগে ছিল ২৬৮। এছাড়াও সোমবার দিল্লিতে একিউআই ছিল ৩০৪ ও রবিবার ছিল ৩৫৯। সামগ্রিকভাবে রাজধানীর একিউআই অত্যান্ত ‘খারাপ’ অবস্থানে রয়েছে। ফলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনত বলেই মনে করছে বিশেষজ্ঞরা।
Read More: নবাব মালিক-এর হয়ে প্রচারে ‘বিগ নো’ পদ্ম শিবিরের, মহারাষ্ট্রে অস্বস্তিতে বিজেপি শরীক
প্রসঙ্গত, শূন্য থেকে ৫০-এর মধ্যে একিউআইকে ‘ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০ ‘গুরুতর’ বলে বিবেচিত হয়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, যে ৩৬টি পর্যবেক্ষণ স্টেশনের তথ্য দেওয়া হয়েছে, তার মধ্যে আনন্দ বিহার, অশোক বিহার, আয়া নগর, বাওয়ানা, জাহাঙ্গিরপুরী, মুন্ডকা, বিবেক বিহার এবং ওয়াজিরপুরে সকালে একিউআই ‘খুব খারাপ’ হিসেবে রেকর্ড করা হয়েছে। এদিকে তাপমাত্রা এখনও কমতে শুরু করেনি। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।