০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তথ্য-প্রযুক্তি জগতে ‘চোরাশিকার? কগনিজেন্টের-এর বিরুদ্ধে সম্মুখ সমরে উইপ্রো-ইনফোসিস

শফিকুল ইসলাম
  • আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার
  • / 36

পুবের কলম ওয়েব ডেস্ক:

 

ভারতীয় তথ্য-প্রযুক্তি জগতে চলছে দেদার ‘চোরাশিকার’! এই নিয়ে বিতর্কের মধ্যে এবার কগনিজেন্টের বিরুদ্ধে সম্মুখ সমরে আরও দুই ‘প্রযুক্তি দৈত্য’ – উইপ্রো এবং ইনফোসিস। কগনিজেন্টের বিরুদ্ধে ইনফোসিস ও উইপ্রোর অভিযোগ, এই তথ্য প্রযুক্তি সংস্থা অনৈতিকভাবে তাদের কর্মীদের নিযুক্ত করে চলেছে। উইপ্রোর পক্ষ থেকে সম্প্রতি সংস্থার দুই প্রাক্তন কার্যনির্বাহীর কর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুই কর্তাই উইপ্রো ছেড়ে কগনিজেন্টে যোগ দিয়েছেন। মানিকন্ট্রোলের এক প্রতিবেদন অনুসারে, ইনফোসিসও একইভাবে তাদের কয়েকজন সিনিয়র কর্তাকে হারানোর পর, এই ‘চোরাশিকারে’র বিষয়ে কগনিজেন্টের কাছে লিখিতভাবে অভিযোগ করেছে।

সম্প্রতি উইপ্রো ছেড়ে কগনিজেন্টে যোগ দিয়েছেন উইপ্রোর প্রাক্তন চিফ ফিন্যান্সিয়াল অফিসার যতীন দালাল। এরপরই উইপ্রো সংস্থার পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০০২ সালে উইপ্রোয় যোগ দিয়েছিলেন তিনি। চলতি বছরের ৩০ নভেম্বর তিনি সংস্থা থেকে ইস্তফা দেন। এক সপ্তাহের মধ্যেই কগনিজেন্ট যতীন দালালকে তাদের নতুন সিএফও হিসাবে ঘোষণা করেছিল। এরপরই মামলা করেছে উইপ্রো। যতীন দালাল পাল্টা আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন আদালতে। এর আগে, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহম্মদ হকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছিল উইপ্রো। তাঁর বিরুদ্ধেও কগনিজেন্টে যোগ দেওয়ার অভিযোগ রয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তথ্য-প্রযুক্তি জগতে ‘চোরাশিকার? কগনিজেন্টের-এর বিরুদ্ধে সম্মুখ সমরে উইপ্রো-ইনফোসিস

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক:

 

ভারতীয় তথ্য-প্রযুক্তি জগতে চলছে দেদার ‘চোরাশিকার’! এই নিয়ে বিতর্কের মধ্যে এবার কগনিজেন্টের বিরুদ্ধে সম্মুখ সমরে আরও দুই ‘প্রযুক্তি দৈত্য’ – উইপ্রো এবং ইনফোসিস। কগনিজেন্টের বিরুদ্ধে ইনফোসিস ও উইপ্রোর অভিযোগ, এই তথ্য প্রযুক্তি সংস্থা অনৈতিকভাবে তাদের কর্মীদের নিযুক্ত করে চলেছে। উইপ্রোর পক্ষ থেকে সম্প্রতি সংস্থার দুই প্রাক্তন কার্যনির্বাহীর কর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুই কর্তাই উইপ্রো ছেড়ে কগনিজেন্টে যোগ দিয়েছেন। মানিকন্ট্রোলের এক প্রতিবেদন অনুসারে, ইনফোসিসও একইভাবে তাদের কয়েকজন সিনিয়র কর্তাকে হারানোর পর, এই ‘চোরাশিকারে’র বিষয়ে কগনিজেন্টের কাছে লিখিতভাবে অভিযোগ করেছে।

সম্প্রতি উইপ্রো ছেড়ে কগনিজেন্টে যোগ দিয়েছেন উইপ্রোর প্রাক্তন চিফ ফিন্যান্সিয়াল অফিসার যতীন দালাল। এরপরই উইপ্রো সংস্থার পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০০২ সালে উইপ্রোয় যোগ দিয়েছিলেন তিনি। চলতি বছরের ৩০ নভেম্বর তিনি সংস্থা থেকে ইস্তফা দেন। এক সপ্তাহের মধ্যেই কগনিজেন্ট যতীন দালালকে তাদের নতুন সিএফও হিসাবে ঘোষণা করেছিল। এরপরই মামলা করেছে উইপ্রো। যতীন দালাল পাল্টা আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন আদালতে। এর আগে, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহম্মদ হকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছিল উইপ্রো। তাঁর বিরুদ্ধেও কগনিজেন্টে যোগ দেওয়ার অভিযোগ রয়েছে।