২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৫ মিনিটে ত্বকের জেল্লা বাড়ান, এই টিপসগুলো কাজে লাগান

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ মার্চ ২০২৫, বুধবার
  • / 110

পুবের কলম, ওয়েবডেস্ক: কাজের চাপে ত্বকের যত্ন নেওয়া হচ্ছে না। ব্যস্ততার জেরে নাভিশ্বাস উঠছে।স্কিনকেয়ার রুটিন মেনে চলতে পারছেন না। মনকে বোঝাচ্ছেন, এক-দু’দিন না মানলে ত্বকের ক্ষতি হবে না। এই ভাবনাটাই ভুল। ৫ মিনিটের জন্য নিজের জন্য সময় বের করুন আর এই টিপসগুলো মেনে চলুন। দেখবেন আপনার ত্বক আরও উজ্জ্বল হবে।

বরফ ত্বকের যত্নে খুবই উপকারী। একটি বরফের ছোট টুকরো নিন। একটা নরম কাপড়ের মধ্যে টুকরোটি নিয়ে ৩০ সেকেন্ড ধরে মুখে ঘষতে থাকুন। এটি মুখের ফোলাভাব দূর করবে এবং সতেজ রাখবে।

আরও পড়ুন: ঐশ্বর্যের গাড়ির পিছনে বাসের ধাক্কা, ভাল আছেন অভিনেত্রী

এসপিএফ যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের দীপ্তি আরও বাড়াতে চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ লিকুইড হাইলাইটার যোগ করে মিশিয়ে নিন। এবার ত্বকে লাগান। এর ফলে আপনার ত্বক থাকবে হাইড্রেটেড এবং ত্বককে রোদের তাপ থেকে সুরক্ষিত রাখবে।

ক্রিম মেখে ত্বক শুষ্ক লাগলে ব্যবহার করুন ফেসিয়াল মিস্ট। গোলাপ জল বা অ্যালোভেরার মিস্ট ত্বকের জন্য খুবই উপকারী। মিস্ট ব্যবহারে ত্বকের আর্দ্রতা ফিরে আসবে এবং ত্বকের জৌলুস বাড়বে। ঠোঁটের শুষ্কতা দূর করতে লিপবাম লাগান। লিপবাম ঠোঁটকে ময়শ্চারাইজ করে এবং নরম রাখতে সাহায্য করে। শিট মাস্ক ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি উজ্জ্বল এবং মসৃণ করতে সাহায্য করে। তাই ৫ মিনিটের এই শিট মাস্ক ব্যবহার করুণ আর নিজের ত্বক সুন্দর করে তুলুন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫ মিনিটে ত্বকের জেল্লা বাড়ান, এই টিপসগুলো কাজে লাগান

আপডেট : ২৬ মার্চ ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কাজের চাপে ত্বকের যত্ন নেওয়া হচ্ছে না। ব্যস্ততার জেরে নাভিশ্বাস উঠছে।স্কিনকেয়ার রুটিন মেনে চলতে পারছেন না। মনকে বোঝাচ্ছেন, এক-দু’দিন না মানলে ত্বকের ক্ষতি হবে না। এই ভাবনাটাই ভুল। ৫ মিনিটের জন্য নিজের জন্য সময় বের করুন আর এই টিপসগুলো মেনে চলুন। দেখবেন আপনার ত্বক আরও উজ্জ্বল হবে।

বরফ ত্বকের যত্নে খুবই উপকারী। একটি বরফের ছোট টুকরো নিন। একটা নরম কাপড়ের মধ্যে টুকরোটি নিয়ে ৩০ সেকেন্ড ধরে মুখে ঘষতে থাকুন। এটি মুখের ফোলাভাব দূর করবে এবং সতেজ রাখবে।

আরও পড়ুন: ঐশ্বর্যের গাড়ির পিছনে বাসের ধাক্কা, ভাল আছেন অভিনেত্রী

এসপিএফ যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের দীপ্তি আরও বাড়াতে চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ লিকুইড হাইলাইটার যোগ করে মিশিয়ে নিন। এবার ত্বকে লাগান। এর ফলে আপনার ত্বক থাকবে হাইড্রেটেড এবং ত্বককে রোদের তাপ থেকে সুরক্ষিত রাখবে।

ক্রিম মেখে ত্বক শুষ্ক লাগলে ব্যবহার করুন ফেসিয়াল মিস্ট। গোলাপ জল বা অ্যালোভেরার মিস্ট ত্বকের জন্য খুবই উপকারী। মিস্ট ব্যবহারে ত্বকের আর্দ্রতা ফিরে আসবে এবং ত্বকের জৌলুস বাড়বে। ঠোঁটের শুষ্কতা দূর করতে লিপবাম লাগান। লিপবাম ঠোঁটকে ময়শ্চারাইজ করে এবং নরম রাখতে সাহায্য করে। শিট মাস্ক ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি উজ্জ্বল এবং মসৃণ করতে সাহায্য করে। তাই ৫ মিনিটের এই শিট মাস্ক ব্যবহার করুণ আর নিজের ত্বক সুন্দর করে তুলুন।