Pahalgam Terror Attack: সন্ত্রাসবাদের কোমর না ভাঙা পর্যন্ত বিশ্রাম নেবে না ভারত: কড়া হুঁশিয়ারি মোদির

- আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 108
পুবের কলম ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী মোদি। সন্ত্রাসবাদীদের কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদীদের কল্পনার চেয়েও বড় শাস্তি পেতে হবে। ‘ন্যায়বিচার’ না পাওয়া পর্যন্ত ভারত বিশ্রাম নেবে না। মোদি সাফ বলেন, পহেলগাঁওয়ের হামলা (Pahalgam Terror Attack) কেবল নিরস্ত্র পর্যটকদের উপরই ঘটেনি। দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার সাহস করেছে। আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে, যারা এই হামলা চালিয়েছে, তাদের কল্পনার চেয়েও বড় শাস্তি পেতে হবে। এখন সময় এসেছে সন্ত্রাসীদের অবশিষ্ট আস্তানা ধ্বংস করার। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, “ভারত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সন্ত্রাসীদের তাড়া করবে।”
আরও পড়ুন: Pahalgam Terror Attack: ল’ বোর্ডের সমস্ত প্রগাম ২৫ এপ্রিল পর্যন্ত স্থগিত
বিহারে পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে মধুবনী জেলায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রথমে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) নিহতদের প্রতি শ্রদ্ধা জানান মোদি। শুধু তাই নয়, সমাবেশে আসা হাজার হাজার মানুষকে কয়েক মুহূর্ত নীরবতা পালন ও নিহতদের স্যালুট জানানোর আহ্বান জানান তিনি। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে মোদি বলেন, “আমি সমগ্র বিশ্বকে বলছি, যে ভারত সমস্ত সন্ত্রাসীদের চিহ্নিত করবে এবং তাদের শাস্তি দেবে। সন্ত্রাসবাদ ভারতের শক্তি ভাঙতে পারবে না। এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। যারা মানবতায় বিশ্বাস করে তারা আমাদের সাথে আছে। ১৪০ কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি এখন সন্ত্রাসের প্রভুদের কোমর ভেঙে দেবে।”
India will identify, track and punish every terrorist, their handlers and their backers.
We will pursue them to the ends of the earth.
India’s spirit will never be broken by terrorism. pic.twitter.com/sV3zk8gM94
— Narendra Modi (@narendramodi) April 24, 2025