সংযুক্ত আরব আমিরাতে ফাঁসি হল ভারতীয় নাগরিক শাহজাদী খানের

- আপডেট : ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
- / 44
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বান্দা জেলার বাসিন্দা শাহজাদী খানকে (৩৩) তিন বছর আগে ২০২১ সালে মানবপাচার চক্র সংযুক্ত আরব আমিরশাহীতে পাচার করে দিয়েছিল বলে অভিযোগ। আবু ধাবিতে গিয়ে এক দম্পতির চার মাসের সন্তানকে দেখভালের দায়িত্ব পেয়েছিলেন তিনি। আচমকাই শিশুটির মৃত্যু হয়। ওই দম্পতি শাহজাদীর বিরুদ্ধে খুনের অভিযোগ করেন। এরপরে তদন্ত করে আবুধাবি পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে দেশটির আদালত শাহজাদীকে ফাঁসির সাজা শোনায়। এ দিকে মেয়েকে বাঁচানোর আর্জি জানিয়ে মোদি সরকারের দ্বারস্থ হয়েছিলেন শাহজাদীর বাবা সাবির খান। বিদেশ মন্ত্রককে চিঠি দিয়ে কাতর আর্জি জানিয়েছিলেন মেয়েকে বাঁচানোর। কিন্তু সেই আর্জিতে কেন্দ্রের সাড়া না দেওয়ার অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন সাবির খান।
এই পরিস্থিতিতে গত ১৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শাহজাদী খানকে ফাঁসি দেওয়া হয়। আরব আমিরাতের ভারতীয় দূতাবাস ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে এই তথ্য পায়। অন্যদিকে, ৩ মার্চ দিল্লি হাইকোর্টে এই তথ্য দিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক আদালতকে জানিয়েছে যে শাহজাদীর শেষকৃত্য ৫ মার্চ অনুষ্ঠিত হবে। শাহজাদীর পরিবারকে আবু ধাবিতে যাতায়াতের জন্য ভারতীয় দূতাবাস সহায়তা করবে বলে জানা যায়।
শাহজাদীর পরিবারের অভিযোগ, তিনি ন্যায্য বিচার পাননি এবং অপরাধ স্বীকার করার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল। সাবির খান বলেন, মেয়ে তাকে ফোন করে বলেছিল যে তাকে ফাঁসি দেওয়া হবে।
আদালতে দায়ের করা একটি আবেদনে, শাহজাদীর বাবা দাবি করেছেন যে ১৪ ফেব্রুয়ারি, তার মেয়ে তাকে ফোন করে জানিয়েছিল যে তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাকে ফাঁসি দেওয়া হবে। তিনি আবু ধাবিতে ভারতীয় দূতাবাসে একটি চিঠি লিখে আবু ধাবি আইন অনুসারে শাহজাদীর জন্য ক্ষমা চেয়েছিলেন কিন্তু কিছুই হয়নি।