আইফোন ১৬ পর গুগলের পিক্সেল ৮ নিষিদ্ধ ঘোষণা ইন্দোনেশিয়ার

- আপডেট : ১ নভেম্বর ২০২৪, শুক্রবার
- / 2
পুবের কলম, ওয়েবডেস্ক: আইফোন ১৬ পর এবার গুগলের পিক্সেল ৮ সিরিজের ফোন বিক্রি নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া। দেশের যন্ত্রাংশ সংক্রান্ত স্থানীয় প্রচলিত আইন না মানায় এই নিষেধাজ্ঞা জারি করেছে ইন্দোনেশিয়ার বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র ফেব্রি হেন্দ্রি অ্যান্টনি আরিফ শুক্রবার সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যে কারণে আইফোন ১৬ বিক্রি ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার, সেই একই কারণে গুগুলের স্মার্ট ফোন নিষেধাজ্ঞার ওপর লাগু হয়েছে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার প্রচলিত আইন অনুযায়ী, বিদেশি কোনো কোম্পানি যদি তাদের পণ্য সংশ্লিষ্ট দেশে বিক্রি করতে চাই তাহলে অবশ্যই সেই পণ্যে প্রস্তুতের ক্ষেত্রে অন্তত ৪০ শতাংশ যন্ত্রাংশ স্থানীয় কোম্পানিগুলোর কাছ থেকে ক্রয় করতে হবে। আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপলের সেই আইন না মানার অভিযোগ উঠেছিল। এবার সেই একই অভিযোগ উঠল গুগলের বিরুদ্ধেও। বলা বাহুল্য, দেশের বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার জন্য এই আইনটি আনা হয়েছিল।
ইন্দোনেয়িশয়ার ক্রেতারা অবশ্য অনলাইনে বা অন্য কোনোভাবে বিদেশ থেকে এই ফোন কিনতে পারবেন, তবে সেজন্য সরকারকে প্রয়োজনীয় শুল্ক প্রদান করতে হবে বলে জানিয়েছেন অ্যান্টনি আরিফ।