আইপিএল: উদ্বোধনী ম্যাচে বৃষ্টির আশঙ্কা

- আপডেট : ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
- / 65
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার ইডেনে কলকাতা নাইট রাইাডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। তার আগে রয়েছে জমজমাটি উদ্বোধনী অনুষ্ঠান। শনিবারের ম্যাচের টিকিটের বিপুল চাহিদা। তবে এই সবকিছুই ভেস্তে যেতে পারে। ভিলেন হতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। জানানো হয়েছে, শনিবার সন্ধ্যের দিকে কলকাতায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। সঙ্গে বইতে পারে প্রবল হাওয়া। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে বৃষ্টির মোকাবিলার জন্য তৈরি হচ্ছে সিএবি। ইডেনের নিকাশি ব্যবস্থা উন্নত মানের হলেও, শনিবার বৃষ্টি যদি ব্যপকভাবে হয়, তাহলে ম্যাচ হওয়া নিয়ে সংশয় থাকছেই।