২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
গুরুতর অসুস্থ খামেনি, উত্তরসূরি নির্বাচনের দৌড়ে এগিয়ে কে?

ইমামা খাতুন
- আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, রবিবার
- / 3
পুবের কলম, ওয়েবডেস্ক: গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
বয়স ৮৫। ইসরাইলের সঙ্গে সংঘাতের আবহে কি হতে পারে ইরানের পরবর্তী পদক্ষেপ তা ভাবাচ্ছে সবাইকে। তবে দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
আরও পড়ুনঃযে কোনও মূল্যে ওয়াকফ বিল রুখবই, দরকারে জীবন দেব: মুসলিম পার্সোন্যাল ‘ল’ বোর্ডের সভাপতি
সংবাদ সংস্থা সূত্রে খবর, বার্ধক্য জনিত রোগেই ভুগছেন তিনি। অবস্থা ভালো না। সে ক্ষেত্রে কে হবেন খামেনেইয়ের উত্তরসূরি? দেশের শীর্ষনেতার আসনে বসবেন কে? শুরু নীরব প্রতিযোগিতা। জানা গেছে, খামেনি পরবর্তী নেতা কে হবেন সেই নিয়ে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীরও মতামত নেওয়া হবে।
প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির প্রয়াণের পর ১৯৮৯ সাল থেকে এই পদে আছেন আয়াতুল্লাহ খামেনি। ইরানের ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শনিবার দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনার পরই খামেনির অসুস্থতার খবর এলো।
Tag :