তেল আবিব, ১৮ মার্চ: প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক লতিফেহ আবদেল্লাতিফকে গ্রেফতার করেছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলি সেনাবাহিনী অধিকৃত জেরুজালেমের পুরাতন শহরের দামেস্ক গেট থেকে প্রখ্যাত সাংবাদিক লতিফেহ আবদেল্লাতিফকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অনলাইনে ‘উস্কানি’ এবং ‘উস্কানিমূলক বিষয়বস্তু প্রকাশ’-এর অভিযোগ আনা হয়েছে।
রবিবার তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার জেরুজালেমের একটি ম্যাজিস্ট্রেট আদালতে ভিডিও লিংকের মাধ্যমে আবদেল্লাতিফকে হাজির করা হয়। যদিও বিচারক জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চালিয়ে যাওয়ার জন্য তাকে আরো পাঁচ দিনের জন্য আটক রাখার পুলিশের অনুরোধ প্রত্যাখ্যান করেন। তখন ইসরাইলি পুলিশ তাৎক্ষণিকভাবে তার মুক্তি স্থগিত করার জন্য সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। আইনজীবী বলেন, ‘বর্তমানে, আপিল প্রক্রিয়া কার্যকর না হওয়া পর্যন্ত মুক্তির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।’
আবদেল্লাতিফ এর আগেও ইসরাইলি বাহিনীর দমন-পীড়নের শিকার হয়েছেন। ২০২১ সালের মে মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমে একটি ছোট ছেলেকে আটকের ভিডিও করার কারণে ইসরাইলি সেনারা তাকে মারধর করেন,লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় এবং তার মাথার স্কার্ফ জোর করে খুলে দেওয়া হয়।
লতিফেহ আবদেল্লাতিফ একজন ফ্রিল্যান্স ফটো সাংবাদিক। যার কাজ রয়টার্স, এবিসি নিউজ, বিবিসি, আল জাজিরা এবং টিআরটিতে প্রকাশিত হয়েছে।

































