ইসরাইলের বিরুদ্ধে আওয়াজ তুলুন: হামাসের আহ্বান
Israel-Hamas Conflict: বিশ্ববাসীকে রাস্তায় নামার আহ্বান হামাস-এর

- আপডেট : ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
- / 254
পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা (Israel-Hamas Conflict) চালিয়েছে বর্বর ইসরাইলি বাহিনী। যেই ঘটনায় এখনও পর্যন্ত ৪৫০ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। যার অধিকাংশই নারী ও পুরুষ। বাড়তে পারে মৃতের সংখ্যা বলেও অনুমান।
আর এই ঘটনায় ইসরাইলের ভয়ানক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ গড়ে তুলতে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলোর পাশাপাশি মানবাধিকার ও স্বাধীনতাকামী মানুষদের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
♦ ট্রাম্পকে জানিয়েই গাজায় নারকীয় হামলা নেতানিয়াহু
মঙ্গলবার (১৮ মার্চ) ভোররাতে সেহরির সময় ইসরাইলের গাজায় (Israel-Hamas Conflict) নৃশংস বিমান হামলা চালায় বর্বর, অত্যাচারী ইসরাইল। বিবৃতিতে হামাস জানায়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার ১৯ জানুয়ারি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা (Israel-Hamas Conflict) চালিয়ে যাচ্ছে।
♦ Gaza ceasefire: ফের হামলা ইসরাইলের, শহিদ ৪ শতাধিক
তাদের নতুন হামলা গাজার জনগণকে ভয়াবহ মানবিক সংকটের মুখে ফেলেছে এবং যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। শুধু তাই নয়, গত ২ মার্চ থেকে ইহুদি বাহিনী গাজার সব মানবিক সহায়তা প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। এখনো পর্যন্ত সব সহয়তা বন্ধ রয়েছে- ফলে, খাদ্য, পানি ও ওষুধ সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে গাজাবাসী। প্রতিদিনের বোমাবর্ষণ ও অবরোধের ফলে সাধারণ মানুষ অভুক্ত ও চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

হামাস সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদস্ত রাষ্ট্রসংঘ ও মুসলিম বিশ্বকে ইসরাইলের এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডেকে এই হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোও ইসরাইলের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি পুনঃস্থাপন ও মানবিক সহায়তা চালুর দাবি জানিয়েছে। গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে এবং ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদের সুর আরও তীব্র হচ্ছে।