পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের শুরু করা ইসরাইলি হামলায় কমপক্ষে ৫০০ শিশু নিহত হয়েছে। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এই তথ্য জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর এমন কয়েক ডজন ইসরায়েলি বিমান হামলা হয়েছে, যেখানে কেবল নারী ও শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ২৬ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছে। এর মধ্যে একই পরিবারের ১০ জন মারা গেছে।
জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “গাজায় ইসরায়েলি বাহিনীর আচরণগত যে প্রভাব বাড়ছে, তাতে আমরা এই ভেবে গভীরভাবে উদ্বিগ্ন যে- ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের উপর এমন পরিস্থিতি তৈরি করছে যা তাদের গোষ্ঠী হিসেবে অস্তিত্বের প্রশ্নে অসঙ্গতিপূর্ণ। লোকজনকে সরে যাওয়ার ইসরাইলি আদেশ বৃদ্ধির কারণে জোরপূর্ব বাস্তুচ্যুতি বাড়ছে, যা গাজায় ফিলিস্তিনিদের অস্তিত্ব নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।”
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। সর্বশেষ বৃহস্পতিবার-শুক্রবারের হামলার পর গত দেড় বছরে উপত্যকায় নিহত হয়েছেন মোট ৫০ হাজার ৯১২ জন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৮১ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।






























