ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস

- আপডেট : ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
- / 279
ওয়াশিংটন, ১৮ মার্চ: নতুন করে গাজায় হামলা শুরু করেছে ইসরাইল। কার্যত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে বর্বরোচিত হামলা চালাচ্ছে নেতানিয়াহুর দেশ। কার নির্দেশে নতুন করে এই হামলা? হোয়াইট হাউস জানিয়েছে, গাজায় ব্যাপক আকারে বিমান হামলা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইল পরামর্শ করেছিল। অর্থাৎ হোয়াইট হাউসের মন্তব্যে স্পষ্ট ট্রাম্পের নির্দেশেই নতুন করে হামলা শুরু করেছে তেল আবিব।
মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্ট করে বলেছেন, হামাস, হুথি, ইরান-যারা কেবল ইসরাইলকে নয়, বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায়। তাদের মূল্য দিতে হবে এবং তাদের ওপর সমগ্র নরক ভেঙে পড়বে।” হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির বক্তব্য, হুথি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং ইরান-সমর্থিত প্রতিনিধিদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেয়া। কারণ ট্রাম্প বলছেন, তিনি আইন মেনে চলা মানুষের পক্ষে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্র এবং আমাদের বন্ধু ও মিত্র ইসরাইলের পক্ষে দাঁড়াতে ভয় পান না।