০১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

Jadavpur University ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির প্রস্তাব লালবাজারের

আবুল খায়ের
  • আপডেট : ১২ মার্চ ২০২৫, বুধবার
  • / 220

পুবের কলম প্রতিবেদক: বিতর্কের মাঝেই নয়া প্রস্তাব লালবাজারের। কলকাতা পুলিশের সদর দফতর থেকে  ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরির আবেদন জানিয়ে চিঠি গেল যাদবপুর বিশ্ববিদ্য়ালয় (Jadavpur University) কর্তৃপক্ষের কাছে। জানা গেছে, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে পুলিশ আউটপোস্ট বা ফাঁড়ি তৈরির করার কথা জানানো হয়েছে। সাত দিনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষকে মতামত জানানোর কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি দিলেই তৈরি হবে আউটপোস্ট। সেখানে ২৪ ঘণ্টাই থাকবে পুলিশ। যাদবপুর থানা থেকে ফাঁড়ি পরিচালনা করা হবে সেই ফাঁড়ি।

লালবাজারের পাঠানো ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই চিঠি নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরের শৃঙ্খলারক্ষার দায়িত্ব কর্তৃপক্ষেরই। সেখানে পুলিশ প্রবেশ করতে পারে কি?‌ আউটপোস্ট বা ফাঁড়ি হতে পারে ক্যাম্পাসে?‌ এই সব প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) বারবার অশান্তি এবং নানা অভিযোগ উঠেছে। দু’‌বছর আগে এই বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বাংলার প্রথম বর্ষের ছাত্র তিনতলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল। র‌্যাগিংয়ের জেরেই এই মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। তারপর আবার এই বছর সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা হল। শুধু তাই নয়, একাধিক অধ্যাপক প্রহৃত হয়েছেন বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়েন খোদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) উপাচার্য ভাস্কর গুপ্ত। এই পরিস্থিতিতেণ আউট পোস্ট হতেই পারে বলে পুলিশ মনে করছে। কারণ, সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশের।

আরও পড়ুন: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনও চলবে দুর্যোগ

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

আরও পড়ুন: আবারও নিম্নচাপ, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশেরই। ক’ দিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাদা পোশাকে পুলিশ ঢোকা নিয়ে বিস্তর বিতর্ক দানা বাঁধে। এখন আবার ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট করতে চাইছে লালবাজার। শুধু তাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘আজাদ কাশ্মীর’, ‘ফ্রি প্যালেস্টাইন’-এর মতো স্লোগান লেখা হয়েছে। তা নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে দেশদ্রোহের মামলা দায়ের করেছে পুলিশ। শিক্ষা প্রতিষ্ঠানে দেশ বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে আশঙ্কা করছেন পুলিশ কর্তারা। তাই সরকারি হাসপাতালগুলিতে যেমন পুলিশ আউটপোস্ট থাকে তেমন ২৪ ঘণ্টা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসের আউটপোস্টে পুলিশ থাকবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও কেউ কেউ মনে করছেন, ক্যাম্পাসে বাম মনোভাবাপন্ন সংগঠনগুলিকে শক্তিহীন করতেই এই পদক্ষেপ।

আরও পড়ুন: Beleghata: মাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে

এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) কার্যনির্বাহী রেজিস্ট্রার ডঃ ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমরা কলকাতা পুলিশের ইমেল পেয়েছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে আউটপোস্ট করার জন্য জায়গা চেয়েছে। সবপক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে।’‌

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Jadavpur University ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির প্রস্তাব লালবাজারের

আপডেট : ১২ মার্চ ২০২৫, বুধবার

পুবের কলম প্রতিবেদক: বিতর্কের মাঝেই নয়া প্রস্তাব লালবাজারের। কলকাতা পুলিশের সদর দফতর থেকে  ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরির আবেদন জানিয়ে চিঠি গেল যাদবপুর বিশ্ববিদ্য়ালয় (Jadavpur University) কর্তৃপক্ষের কাছে। জানা গেছে, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে পুলিশ আউটপোস্ট বা ফাঁড়ি তৈরির করার কথা জানানো হয়েছে। সাত দিনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষকে মতামত জানানোর কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি দিলেই তৈরি হবে আউটপোস্ট। সেখানে ২৪ ঘণ্টাই থাকবে পুলিশ। যাদবপুর থানা থেকে ফাঁড়ি পরিচালনা করা হবে সেই ফাঁড়ি।

লালবাজারের পাঠানো ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই চিঠি নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরের শৃঙ্খলারক্ষার দায়িত্ব কর্তৃপক্ষেরই। সেখানে পুলিশ প্রবেশ করতে পারে কি?‌ আউটপোস্ট বা ফাঁড়ি হতে পারে ক্যাম্পাসে?‌ এই সব প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) বারবার অশান্তি এবং নানা অভিযোগ উঠেছে। দু’‌বছর আগে এই বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বাংলার প্রথম বর্ষের ছাত্র তিনতলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল। র‌্যাগিংয়ের জেরেই এই মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। তারপর আবার এই বছর সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা হল। শুধু তাই নয়, একাধিক অধ্যাপক প্রহৃত হয়েছেন বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়েন খোদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) উপাচার্য ভাস্কর গুপ্ত। এই পরিস্থিতিতেণ আউট পোস্ট হতেই পারে বলে পুলিশ মনে করছে। কারণ, সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশের।

আরও পড়ুন: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনও চলবে দুর্যোগ

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

আরও পড়ুন: আবারও নিম্নচাপ, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশেরই। ক’ দিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাদা পোশাকে পুলিশ ঢোকা নিয়ে বিস্তর বিতর্ক দানা বাঁধে। এখন আবার ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট করতে চাইছে লালবাজার। শুধু তাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘আজাদ কাশ্মীর’, ‘ফ্রি প্যালেস্টাইন’-এর মতো স্লোগান লেখা হয়েছে। তা নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে দেশদ্রোহের মামলা দায়ের করেছে পুলিশ। শিক্ষা প্রতিষ্ঠানে দেশ বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে আশঙ্কা করছেন পুলিশ কর্তারা। তাই সরকারি হাসপাতালগুলিতে যেমন পুলিশ আউটপোস্ট থাকে তেমন ২৪ ঘণ্টা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসের আউটপোস্টে পুলিশ থাকবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও কেউ কেউ মনে করছেন, ক্যাম্পাসে বাম মনোভাবাপন্ন সংগঠনগুলিকে শক্তিহীন করতেই এই পদক্ষেপ।

আরও পড়ুন: Beleghata: মাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে

এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) কার্যনির্বাহী রেজিস্ট্রার ডঃ ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমরা কলকাতা পুলিশের ইমেল পেয়েছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে আউটপোস্ট করার জন্য জায়গা চেয়েছে। সবপক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে।’‌