বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক কর্মসূচি নিয়ে বড় নির্দেশ আদালতের, শর্তসাপেক্ষে যাদবপুরে মিছিলের অনুমতি বিজেপিকে
- আপডেট : ৭ মার্চ ২০২৫, শুক্রবার
- / 7
পুবের কলম, ওয়েব ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া আপাতত কর্মসূচি করতে পারবে না কোনও রাজনৈতিক সংগঠন। তবে, বিজেপিকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। যাদবপুর থানার আগেই সেই মিছিল শেষ করতে হবে বলে নির্দেশে জানিয়েছে আদালত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কেন্দ্র করে ঘটা ঘটনার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। যা নিয়ে সংঘাত পৌঁছয় চরমে।
এবার মিছিল করতে চেয়ে বিজেপির করা মামলায় আদালত নির্দেশ দিয়েছে- নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানা পর্যন্ত হবে মিছিল। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে ১০০ মিটার দূরে শেষ করতে হবে মিছিল। সমস্ত বিধি নিষেধ মেনে মিছিল করতে হবে। ৭৫০ জনের জমায়েত করা যাবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে ১০০ মিটার দূরে থাকতে হবে। বিচারপতি বলেন, ”যতদিন আমি মামলাটা নিচ্ছি অর্থাৎ ১৩ মার্চ পর্যন্ত কাউকে যাতে ওই এলাকায় অনুমতি না দেওয়া হয়।”
আদালতের অনুমতি ছাড়া ওখানে কেউ কর্মসূচি করতে পারবে না। সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত করা যাবে মিছিল। সংশ্লিষ্ট থানা আইনশৃঙ্খলার বিষয়টি দেখবেন। আয়োজকদেরও নজর রাখতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও রাজনৈতিক সংগঠন ১৩ মার্চ পর্যন্ত কর্মসূচি করতে পারবেন না। মামলার পরবর্তী শুনানি ১২ মার্চ।