০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গুরুতর অপরাধ, জামিন অযোগ্য মামলায় জেল পরিচালক রাম গোপাল ভর্মার

আবুল খায়ের
  • আপডেট : ২৩ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • / 36

পুবের কলম ওয়েবডেস্ক: সিনেমাজগতে প্রতারণার তালিকায় এবার নাম লেখালেন বলিউড পরিচালক রাম গোপাল ভর্মা। চেক বাউন্স মামলায় মুম্বই আদালত তাঁকে ৩ মাসের কারাদণ্ড দিল। আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু পরিচালক রাম গোপাল ভর্মা সেদিন অনুপস্থিত থাকায় বিচারক তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রামগোপাল ভার্মার নামের সঙ্গে বিতর্ক যেন সঙ্গী হয়ে উঠেছে। এর আগে অনেকবারই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পরিচালক। আবার কখনও আইনি বিপাকে পড়েছেন তিনি। এবার নতুন এক বিতর্ক জড়ালো তাঁর নামের সঙ্গে। চেক বাউন্স মামলায় জামিন অযোগ্য ধারায় রামগোপালের জেল হল।

জানা গিয়েছে, ২০১৮ সালে এক ছবি তৈরির সময়েই রামগোপালের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তারও আগে থেকে পরিচালকের কোনও সিনেমা বক্স অফিসে চলেনি। ২০১৮ সালে চেক বাউন্স মামলায় জড়িয়ে পড়েন রামগোপাল। জানা যায়, ভার্মা এবং ‘শ্রী’ নামে এক কোম্পানির আর্থিক বিরোধ থেকেই সংশ্লিষ্ট মামলার সূত্রপাত। মামলার একাধিকবার শুনানি হলেও রামগোপাল হাজির হননি আদালতে। আইনি নোটিস পেয়েও অনুপস্থিত থেকেছেন শুনানির দিন। এবার আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্ট মঙ্গলবার পরিচালককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে জামিন অযোগ্য ধারায়। এছাড়া আদালত আরও জানিয়েছে, আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ওই সংস্থাকে ৩.৭২ লক্ষ টাকাও দিতে হবে রামগোপালকে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুরুতর অপরাধ, জামিন অযোগ্য মামলায় জেল পরিচালক রাম গোপাল ভর্মার

আপডেট : ২৩ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: সিনেমাজগতে প্রতারণার তালিকায় এবার নাম লেখালেন বলিউড পরিচালক রাম গোপাল ভর্মা। চেক বাউন্স মামলায় মুম্বই আদালত তাঁকে ৩ মাসের কারাদণ্ড দিল। আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু পরিচালক রাম গোপাল ভর্মা সেদিন অনুপস্থিত থাকায় বিচারক তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রামগোপাল ভার্মার নামের সঙ্গে বিতর্ক যেন সঙ্গী হয়ে উঠেছে। এর আগে অনেকবারই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পরিচালক। আবার কখনও আইনি বিপাকে পড়েছেন তিনি। এবার নতুন এক বিতর্ক জড়ালো তাঁর নামের সঙ্গে। চেক বাউন্স মামলায় জামিন অযোগ্য ধারায় রামগোপালের জেল হল।

জানা গিয়েছে, ২০১৮ সালে এক ছবি তৈরির সময়েই রামগোপালের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তারও আগে থেকে পরিচালকের কোনও সিনেমা বক্স অফিসে চলেনি। ২০১৮ সালে চেক বাউন্স মামলায় জড়িয়ে পড়েন রামগোপাল। জানা যায়, ভার্মা এবং ‘শ্রী’ নামে এক কোম্পানির আর্থিক বিরোধ থেকেই সংশ্লিষ্ট মামলার সূত্রপাত। মামলার একাধিকবার শুনানি হলেও রামগোপাল হাজির হননি আদালতে। আইনি নোটিস পেয়েও অনুপস্থিত থেকেছেন শুনানির দিন। এবার আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্ট মঙ্গলবার পরিচালককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে জামিন অযোগ্য ধারায়। এছাড়া আদালত আরও জানিয়েছে, আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ওই সংস্থাকে ৩.৭২ লক্ষ টাকাও দিতে হবে রামগোপালকে।