২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে ‘ভারতীয় সংবিধান সুরক্ষা’ শীর্ষক সম্মলনে জনসমুদ্র

আবুল খায়ের
  • আপডেট : ৪ নভেম্বর ২০২৪, সোমবার
  • / 2

পুবের কলম, ওয়েব ডেস্কঃ জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হল দেশের রাজধানীতে। এই সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ছিল ‘ভারতীয় সংবিধান সুরক্ষা’। ৩ নভেম্বর নয়া দিল্লির ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন শতাব্দী প্রাচীন এই অরাজনৈতিক সংগঠনের সর্বভারতীয় সভাপতি আমিরুল হিন্দ জনাব মাওলানা সৈয়দ আরশাদ মাদানী, উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী। পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য ও রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক কারী শামসুদ্দীন আহমাদ।

এই সম্মেলনে লক্ষাধিক মানুষের জমায়েত হয় বলে জানা গেছে। শুধু তাই নয় উপছে পড়া জনতা ভিড় সামাল দিতে পাশে অন্য একটি হলের ব্যবস্থা করতে হয়। এ দিন সম্মেলনের সূচনা হয় মেমারি জামিয়ার অধ্যক্ষ ও রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক ক্বারী শামসুদ্দীন আহমাদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

মাওলানা আরশাদ মাদানী তাঁর বক্তব্যে বলেন, ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় পরিচয় মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। এর দ্বারা আমাদের পূর্ব-পুরুষদের পূণ্যের উদ্দেশ্যে ওয়াকফ করা বিপুল বিষয়-সম্পত্তি বাজেয়াপ্ত করার রাস্তা প্রশস্ত হবে। তিনি আরও বলেন, সরকারকে মনে রাখতে হবে ওয়াকফ সম্পত্তি নিছক সম্পত্তি নয়; এটি আল্লাহর রাস্তায় দান করা একটি সম্পদ যার সঙ্গে মুসলমানদের ঈবাদাত ও ধর্মীয় বিশ্বাস জড়িয়ে রয়েছে। মাওলানা মাদানী স্মরণ করিয়ে দেন, আমাদের এই দেশকে স্বাধীন করার পিছনে জমিয়তে উলামায়ে হিন্দ তথা মাদ্রাসা ও মাদ্রাসা পড়ুয়া আলিমদের বিরাট অবদান রয়েছে। আমরা যে স্বাধীনতা ভোগ করছি তা তাঁদের আত্মত্যাগ ও দীর্ঘ প্রচেষ্টার ফল।

মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী তাঁর বক্তব্যে বলেন, ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের জন্য একটা হুমকি। এই বিল কার্যকর হলে একদিকে যেমন আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ অস্তিত্বের সংকটে পড়বে। অপরদিকে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থানগুলো সম্পর্কে প্রমাণ দাখিল করা অসম্ভব হয়ে পড়বে। শিয়া ভাইদের ইমামবাড়া, দরগাহগুলোও সংরক্ষিত থাকবে না।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল’ বোর্ডের সাধারণ সম্পাদক শাহ ফযলুর রহীম মুজাদ্দেদী, প্রফেসর নাসরুল্লাহ, এ্যাডভোকেট ফুযাইল আইউব, মাওলানা আসরার আলি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর রাজনৈতিক দল টিডিপি-র সহসভাপতি জনাব আমীর বাবু প্রমুখ। সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানীর দোওয়ার মাধ্যমে এদিনের সম্মেলনের সমাপ্তি ঘটে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে ‘ভারতীয় সংবিধান সুরক্ষা’ শীর্ষক সম্মলনে জনসমুদ্র

আপডেট : ৪ নভেম্বর ২০২৪, সোমবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হল দেশের রাজধানীতে। এই সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ছিল ‘ভারতীয় সংবিধান সুরক্ষা’। ৩ নভেম্বর নয়া দিল্লির ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন শতাব্দী প্রাচীন এই অরাজনৈতিক সংগঠনের সর্বভারতীয় সভাপতি আমিরুল হিন্দ জনাব মাওলানা সৈয়দ আরশাদ মাদানী, উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী। পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য ও রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক কারী শামসুদ্দীন আহমাদ।

এই সম্মেলনে লক্ষাধিক মানুষের জমায়েত হয় বলে জানা গেছে। শুধু তাই নয় উপছে পড়া জনতা ভিড় সামাল দিতে পাশে অন্য একটি হলের ব্যবস্থা করতে হয়। এ দিন সম্মেলনের সূচনা হয় মেমারি জামিয়ার অধ্যক্ষ ও রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক ক্বারী শামসুদ্দীন আহমাদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

মাওলানা আরশাদ মাদানী তাঁর বক্তব্যে বলেন, ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় পরিচয় মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। এর দ্বারা আমাদের পূর্ব-পুরুষদের পূণ্যের উদ্দেশ্যে ওয়াকফ করা বিপুল বিষয়-সম্পত্তি বাজেয়াপ্ত করার রাস্তা প্রশস্ত হবে। তিনি আরও বলেন, সরকারকে মনে রাখতে হবে ওয়াকফ সম্পত্তি নিছক সম্পত্তি নয়; এটি আল্লাহর রাস্তায় দান করা একটি সম্পদ যার সঙ্গে মুসলমানদের ঈবাদাত ও ধর্মীয় বিশ্বাস জড়িয়ে রয়েছে। মাওলানা মাদানী স্মরণ করিয়ে দেন, আমাদের এই দেশকে স্বাধীন করার পিছনে জমিয়তে উলামায়ে হিন্দ তথা মাদ্রাসা ও মাদ্রাসা পড়ুয়া আলিমদের বিরাট অবদান রয়েছে। আমরা যে স্বাধীনতা ভোগ করছি তা তাঁদের আত্মত্যাগ ও দীর্ঘ প্রচেষ্টার ফল।

মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী তাঁর বক্তব্যে বলেন, ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের জন্য একটা হুমকি। এই বিল কার্যকর হলে একদিকে যেমন আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ অস্তিত্বের সংকটে পড়বে। অপরদিকে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থানগুলো সম্পর্কে প্রমাণ দাখিল করা অসম্ভব হয়ে পড়বে। শিয়া ভাইদের ইমামবাড়া, দরগাহগুলোও সংরক্ষিত থাকবে না।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল’ বোর্ডের সাধারণ সম্পাদক শাহ ফযলুর রহীম মুজাদ্দেদী, প্রফেসর নাসরুল্লাহ, এ্যাডভোকেট ফুযাইল আইউব, মাওলানা আসরার আলি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর রাজনৈতিক দল টিডিপি-র সহসভাপতি জনাব আমীর বাবু প্রমুখ। সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানীর দোওয়ার মাধ্যমে এদিনের সম্মেলনের সমাপ্তি ঘটে।