২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
সুপ্রিম কোর্টের বিচারপতি পদে জয়মাল্য বাগচী, কলেজিয়ামের সুপারিশে সিলমোহর রাষ্ট্রপতির

কিবরিয়া আনসারি
- আপডেট : ১০ মার্চ ২০২৫, সোমবার
- / 4
পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হল জয়মাল্য বাগচীকে। গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি জয়মাল্য বাগচীকে বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছিল৷ সেই সুপারিশে সই করেছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু৷ উল্লেখ্য, ২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টে বিচারপতি পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। বিচারপতি হিসাবে বিগত ১৩ বছরে তিনি অসংখ্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন জয়মাল্য বাগচী৷
Tag :
collegium Jaymalya Bagchi justice Seal of the President supreme court কলেজিয়াম জয়মাল্য বাগচী বিচারপতি সিলমোহর রাষ্ট্রপতির সুপ্রিমকোর্ট