২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জামিন পেতেই ট্রেজারি বেঞ্চে ফিরছেন জ্যোতিপ্রিয়

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ জানুয়ারী ২০২৫, শুক্রবার
  • / 3

পুবের কলম, ওয়েবডেস্ক: মন্ত্রীত্ব গেলেও ট্রেজারিতেই থাকছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সদ্য রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যেই তার জামিনের প্রয়োজনীয় কাগজপত্র বিধানসভায় দাখিল করেছেন এই প্রাক্তন মন্ত্রী।

 

তারপর আজ অর্থাৎ শুক্রবার রাজ্য বিধানসভায় বিধানসভায় সরস্বতী বন্দনায় যোগ দিতে এসে বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানিয়ে দিলেন এবার বাজেট অধিবেশনে উপস্থিত থাকছেন তিনি। তবে মন্ত্রী হিসেবে নয়, এবার তিনি থাকবেন একজন সাধারণ বিধায়ক হিসেবেই। তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল ইতিমধ্যেই তাঁর বাজেট অধিবেশনে বসার জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছে। জানা গিয়েছে, এবার বাজেট অধিবেশনে তিনি তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের পাশের আসনেই থাকবেন। বিধানসভার তরফ থেকে প্রাক্তন মন্ত্রীর জন্য ওই আসনটি নির্ধারিত করা হয়েছে।

প্রসঙ্গত গতকালই রাজ্য বিধানসভার তরফ থেকে রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী তথা হাবরার বিধায়ককে দুটি স্ট্যান্ডিং কমিটিতে যুক্ত করেছেন অধ্যক্ষ। মন্ত্রিত্ব না থাকায় এবার তিনি বিদ্যুৎ এবং অচিরাচরিত শক্তি উৎস সংক্রান্ত দুটো কমিটিতে জায়গা পেয়েছেন।

 

তারপর আজ বিধানসভার অধিবেশনে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগদান নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যেহেতু আদালতের রায়ে বিধায়ক হিসাবে তার কাজকর্মে কোন বাধা নেই। খুব স্বাভাবিকভাবেই বিধানসভার অধিবেশনে যোগদানের ক্ষেত্রে কোনো বাধা হওয়ার কথা নয়। আর সে কারণেই তিনি বলছেন, প্রাক্তন মন্ত্রী বিধানসভার বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জামিন পেতেই ট্রেজারি বেঞ্চে ফিরছেন জ্যোতিপ্রিয়

আপডেট : ৩১ জানুয়ারী ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মন্ত্রীত্ব গেলেও ট্রেজারিতেই থাকছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সদ্য রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যেই তার জামিনের প্রয়োজনীয় কাগজপত্র বিধানসভায় দাখিল করেছেন এই প্রাক্তন মন্ত্রী।

 

তারপর আজ অর্থাৎ শুক্রবার রাজ্য বিধানসভায় বিধানসভায় সরস্বতী বন্দনায় যোগ দিতে এসে বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানিয়ে দিলেন এবার বাজেট অধিবেশনে উপস্থিত থাকছেন তিনি। তবে মন্ত্রী হিসেবে নয়, এবার তিনি থাকবেন একজন সাধারণ বিধায়ক হিসেবেই। তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল ইতিমধ্যেই তাঁর বাজেট অধিবেশনে বসার জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছে। জানা গিয়েছে, এবার বাজেট অধিবেশনে তিনি তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের পাশের আসনেই থাকবেন। বিধানসভার তরফ থেকে প্রাক্তন মন্ত্রীর জন্য ওই আসনটি নির্ধারিত করা হয়েছে।

প্রসঙ্গত গতকালই রাজ্য বিধানসভার তরফ থেকে রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী তথা হাবরার বিধায়ককে দুটি স্ট্যান্ডিং কমিটিতে যুক্ত করেছেন অধ্যক্ষ। মন্ত্রিত্ব না থাকায় এবার তিনি বিদ্যুৎ এবং অচিরাচরিত শক্তি উৎস সংক্রান্ত দুটো কমিটিতে জায়গা পেয়েছেন।

 

তারপর আজ বিধানসভার অধিবেশনে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগদান নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যেহেতু আদালতের রায়ে বিধায়ক হিসাবে তার কাজকর্মে কোন বাধা নেই। খুব স্বাভাবিকভাবেই বিধানসভার অধিবেশনে যোগদানের ক্ষেত্রে কোনো বাধা হওয়ার কথা নয়। আর সে কারণেই তিনি বলছেন, প্রাক্তন মন্ত্রী বিধানসভার বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন।