বঙ্গে কালবৈশাখীর আগমন! মৎস্যজীবীদের সতর্কবার্তা

- আপডেট : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
- / 78
পুবের কলম, ওয়েব ডেস্ক: মার্চেই রাজ্যে কালবৈশাখী! বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যজুড়ে। ফলে বৃহস্পতিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর। কিছু কিছু জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার পূর্বাভাস।
আরও পড়ুন: আইপিএল প্রতি ৫ সেকেন্ডে বিজ্ঞাপনের দর ১১ লক্ষ টাকা
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। হতে পারে শিলাবৃষ্টিও। দক্ষিণের এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।কলকাতায়ও বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার পূর্বাভাস। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুত্রবারও কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতে ঝড়বৃষ্টি হওয়ার পূর্বাভাস। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
উল্টোদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে শুক্রবার থেকে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে থাকবে দমকা হাওয়া।ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্রে মাছ ধরতে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।