৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজ উদ্বোধন, ভালো ব্যবসার আশায় কালীঘাটের উদ্বাস্তু হকাররা

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 433

পুবের কলম, ওয়েবডেস্ক: দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় চার-চারটি বছর। এবার উদ্বোধনের অপেক্ষায় কালীঘাট স্কাইওয়াক। আজ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্মিত এই স্কাইওয়াকের উদ্বোধন করবেন। কলকাতা পুরনিগম কর্তৃক তৈরি স্কাইওয়াক কালীঘাট মন্দিরের দর্শনার্থীদের যাতায়াতকে সহজ করে দেবে। শুধু তাই নয় এখানকার যে সমস্ত দোকানদার ফুটপাথে দোকান দিতেন তাদেরও নতুন করে স্টল বানিয়ে দিয়েছে প্রশাসন। সেখানে পুনরায় ব্যবসা-বাণিজ্য জমে উঠবে বলে আশা সকলের। এ অবস্থায় কালীঘাট রিফিউজি হকারদের সঙ্গে কথোপকথনে উঠে এলো নানান প্রসঙ্গ।রবিবার দোকানদাররা বলেন, নতুন স্কাইওয়াক তৈরির জন্য আমাদের সাময়িকভাবে যতীন দাস পার্কে স্থানান্তরিত করা হয়েছিল। আমরা প্রথম থেকেই পুরনো জায়গায় ফিরে যাওয়ার দিকে তাকিয়েছিলাম। সম্প্রতি কলকাতা পুরনিগমের তরফে আমাদের দোকানের চাবি তুলে দেওয়া হয়েছে। আমাদের নতুন দোকানে সাজানো ও অন্যান্য কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা খুব শিগগিরই সেখানে ফিরে যাব। রাজ্য সরকারের এই কাজ প্রসঙ্গে এক দোকানদার বলেন, আমরা খুব খুশি যে পুরনো জায়গায় ফিরতে পারছি।

আরও পড়ুন: গুজব ছড়ানো নিয়ে হুঁশিয়ারি এডিজি আইনশৃঙ্খলার, দোষীদের পাতাল থেকে বের করে শাস্তির নিদান

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

মদনমোহন সাহা নামে অন্য এক দোকানদার বলেন, যতীন দাস পার্কে আমাদের বিক্রিবাটা সেরকম হচ্ছিল না। বলা চলে আমাদের ব্যবসা প্রায় শেষ হয়ে গিয়েছে। কোনরকম পেটের ভাতের জন্য দোকান খুলে বসে থাকতাম। আবার কালীঘাট  মন্দিরের রাস্তায় দোকান শুরু হলে, ব্যবসা জমে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি। সুখরঞ্জন সাহা নামে এক দোকানদার বলেন, রাজ্য প্রশাসন আমাদের নতুন দোকান বানিয়ে দিয়েছে, তারজন্য আমরা খুশি। আমরা সবাই চাই যতীন দাস পার্ক থেকে মালপত্র নিয়ে যেতে সরকার সাহায্য করুন। এ দিকে নতুন জায়গায় যাওয়ার জন্য তাদের যে যাতায়াত বা অন্যান্য বিষয় রয়েছে, সেগুলো নিয়ে যাতে প্রশাসন সাহায্য করে সে আর্জি জানিয়েছিল কালীঘাট রিফিউজি হকার্স ইউনিয়ন। কিন্তু প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কিছু করা হয়নি বলে জানান ইউনিয়নের সেক্রেটারি সত্যজিৎ সাহা। তিনি বলেন, আমরা আমাদের দাবি জানিয়েছি, দেখার আশ্বাস মিলেছে। ফের পুরানো জায়গায় ব্যবসা শুরু হলে আগের মতো জমে উঠবে বলেই মনে করেন তিনি।

আরও পড়ুন: সোমবার ফের দার্জিলিঙে মুখ্যমন্ত্রী

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ উদ্বোধন, ভালো ব্যবসার আশায় কালীঘাটের উদ্বাস্তু হকাররা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় চার-চারটি বছর। এবার উদ্বোধনের অপেক্ষায় কালীঘাট স্কাইওয়াক। আজ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্মিত এই স্কাইওয়াকের উদ্বোধন করবেন। কলকাতা পুরনিগম কর্তৃক তৈরি স্কাইওয়াক কালীঘাট মন্দিরের দর্শনার্থীদের যাতায়াতকে সহজ করে দেবে। শুধু তাই নয় এখানকার যে সমস্ত দোকানদার ফুটপাথে দোকান দিতেন তাদেরও নতুন করে স্টল বানিয়ে দিয়েছে প্রশাসন। সেখানে পুনরায় ব্যবসা-বাণিজ্য জমে উঠবে বলে আশা সকলের। এ অবস্থায় কালীঘাট রিফিউজি হকারদের সঙ্গে কথোপকথনে উঠে এলো নানান প্রসঙ্গ।রবিবার দোকানদাররা বলেন, নতুন স্কাইওয়াক তৈরির জন্য আমাদের সাময়িকভাবে যতীন দাস পার্কে স্থানান্তরিত করা হয়েছিল। আমরা প্রথম থেকেই পুরনো জায়গায় ফিরে যাওয়ার দিকে তাকিয়েছিলাম। সম্প্রতি কলকাতা পুরনিগমের তরফে আমাদের দোকানের চাবি তুলে দেওয়া হয়েছে। আমাদের নতুন দোকানে সাজানো ও অন্যান্য কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা খুব শিগগিরই সেখানে ফিরে যাব। রাজ্য সরকারের এই কাজ প্রসঙ্গে এক দোকানদার বলেন, আমরা খুব খুশি যে পুরনো জায়গায় ফিরতে পারছি।

আরও পড়ুন: গুজব ছড়ানো নিয়ে হুঁশিয়ারি এডিজি আইনশৃঙ্খলার, দোষীদের পাতাল থেকে বের করে শাস্তির নিদান

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

মদনমোহন সাহা নামে অন্য এক দোকানদার বলেন, যতীন দাস পার্কে আমাদের বিক্রিবাটা সেরকম হচ্ছিল না। বলা চলে আমাদের ব্যবসা প্রায় শেষ হয়ে গিয়েছে। কোনরকম পেটের ভাতের জন্য দোকান খুলে বসে থাকতাম। আবার কালীঘাট  মন্দিরের রাস্তায় দোকান শুরু হলে, ব্যবসা জমে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি। সুখরঞ্জন সাহা নামে এক দোকানদার বলেন, রাজ্য প্রশাসন আমাদের নতুন দোকান বানিয়ে দিয়েছে, তারজন্য আমরা খুশি। আমরা সবাই চাই যতীন দাস পার্ক থেকে মালপত্র নিয়ে যেতে সরকার সাহায্য করুন। এ দিকে নতুন জায়গায় যাওয়ার জন্য তাদের যে যাতায়াত বা অন্যান্য বিষয় রয়েছে, সেগুলো নিয়ে যাতে প্রশাসন সাহায্য করে সে আর্জি জানিয়েছিল কালীঘাট রিফিউজি হকার্স ইউনিয়ন। কিন্তু প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কিছু করা হয়নি বলে জানান ইউনিয়নের সেক্রেটারি সত্যজিৎ সাহা। তিনি বলেন, আমরা আমাদের দাবি জানিয়েছি, দেখার আশ্বাস মিলেছে। ফের পুরানো জায়গায় ব্যবসা শুরু হলে আগের মতো জমে উঠবে বলেই মনে করেন তিনি।

আরও পড়ুন: সোমবার ফের দার্জিলিঙে মুখ্যমন্ত্রী