৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে ‘কেশরী ২’-এর টিজার, আইনজীবীর ভিন্টেজ লুকে অনন্যা

চামেলি দাস
  • আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার
  • / 152

পুবের কলম, ওয়েবডেস্ক: পাক্কা পাঁচ বছর পর মুক্তি পেতে চলেছে ‘কেশরী চ্যাপ্টার ২’। ‘কেশরী’-তে ব্রিটিশ আমলের এক শিখ হাবিলদারের কাহিনি বলা হয়ছিল। ‘কেশরী ২’-তে জালিয়ানওয়ালাবাগের ঘটনা উঠে এসেছে। সোমবার প্রকাশ্যে এসেছে ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জারিয়ানওয়ালাবাগ’ সিনেমার টিজার। ছবিতে অক্ষয়কুমারের সঙ্গে দেখা যাচ্ছে অনন্যা পাণ্ডে এবং আর মাধবনকে। আইনজীবীর ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাঁকে গর্জে উঠতে দেখা যাবে। অক্ষয় কুমারের সঙ্গে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে অনন্যা পাণ্ডেকেও। পোস্টারে অনন্যার আইনজীবীর লুক সোশাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন: মায়ানমারের ভূমিকম্পে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

উকিলের কালো ওয়েস্ট কোট, গলায় সাদা ব্যান্ড এবং সাদা শাড়িতে ভিন্টেজ লুকে পোস্টারে দেখা যাচ্ছে অনন্যাকে। সেই সঙ্গে মাধবনের লুকও নজর কেড়েছে। চোখে গোল ফ্রেমের চশমা এবং কাঁচা-পাকা গোঁফ ও দাড়িতে অভিনেতা আলাদাভাবে নজর কাড়ছেন। অনন্যার নতুন লুক নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে। তাঁকে দেখে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ অভিনেত্রীর প্রশংসা পঞ্চমুখ তো কেউ সমালোচনায় মুখর। এক অনুরাগী লিখেছেন, “ভাল অভিনেত্রীর হওয়ার দিকে অনন্যা এগিয়ে চলেছেন।” কেউ কেউ আবার অনন্যাকে ট্রোল করতেও ছাড়েননি। অনন্যা চরিত্রে ‘মিসকাস্ট’ বলেও অনেকে সমালোচনা করেছেন। অ্যাংলো-ব্রিটিশ মহিলার চরিত্রে অনন্যাকে মানাবে না বলে অনেকেই মনে করছেন। তবে যাবতীয় ট্রোলের বিরুদ্ধে একটাও কথা বলেননি অভিনেত্রী। ‘কেশরী ২’ বক্সঅফিসে কতটা সাড়া ফেলবে, এখন সেটাই দেখার।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রকাশ্যে ‘কেশরী ২’-এর টিজার, আইনজীবীর ভিন্টেজ লুকে অনন্যা

আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পাক্কা পাঁচ বছর পর মুক্তি পেতে চলেছে ‘কেশরী চ্যাপ্টার ২’। ‘কেশরী’-তে ব্রিটিশ আমলের এক শিখ হাবিলদারের কাহিনি বলা হয়ছিল। ‘কেশরী ২’-তে জালিয়ানওয়ালাবাগের ঘটনা উঠে এসেছে। সোমবার প্রকাশ্যে এসেছে ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জারিয়ানওয়ালাবাগ’ সিনেমার টিজার। ছবিতে অক্ষয়কুমারের সঙ্গে দেখা যাচ্ছে অনন্যা পাণ্ডে এবং আর মাধবনকে। আইনজীবীর ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাঁকে গর্জে উঠতে দেখা যাবে। অক্ষয় কুমারের সঙ্গে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে অনন্যা পাণ্ডেকেও। পোস্টারে অনন্যার আইনজীবীর লুক সোশাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন: মায়ানমারের ভূমিকম্পে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

উকিলের কালো ওয়েস্ট কোট, গলায় সাদা ব্যান্ড এবং সাদা শাড়িতে ভিন্টেজ লুকে পোস্টারে দেখা যাচ্ছে অনন্যাকে। সেই সঙ্গে মাধবনের লুকও নজর কেড়েছে। চোখে গোল ফ্রেমের চশমা এবং কাঁচা-পাকা গোঁফ ও দাড়িতে অভিনেতা আলাদাভাবে নজর কাড়ছেন। অনন্যার নতুন লুক নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে। তাঁকে দেখে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ অভিনেত্রীর প্রশংসা পঞ্চমুখ তো কেউ সমালোচনায় মুখর। এক অনুরাগী লিখেছেন, “ভাল অভিনেত্রীর হওয়ার দিকে অনন্যা এগিয়ে চলেছেন।” কেউ কেউ আবার অনন্যাকে ট্রোল করতেও ছাড়েননি। অনন্যা চরিত্রে ‘মিসকাস্ট’ বলেও অনেকে সমালোচনা করেছেন। অ্যাংলো-ব্রিটিশ মহিলার চরিত্রে অনন্যাকে মানাবে না বলে অনেকেই মনে করছেন। তবে যাবতীয় ট্রোলের বিরুদ্ধে একটাও কথা বলেননি অভিনেত্রী। ‘কেশরী ২’ বক্সঅফিসে কতটা সাড়া ফেলবে, এখন সেটাই দেখার।