০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দলকে মজার বার্তা King Khan-এর

চামেলি দাস
  • আপডেট : ১২ এপ্রিল ২০২৫, শনিবার
  • / 312

পুবের কলম, ওয়েবডেস্ক:  চেন্নাই সুপার কিংসকে তাদেরই মাঠে কার্যত দাঁড় করিয়ে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অবশ্য এই ম্যাচে ভিআইপি বক্সে ছিলেন না নাইট মালিক শাহরুখ খান (King Khan)। তবে এই জয়ে তিনি দারুণ আনন্দিত। এতটাই উচ্ছ্বসিত যে ম্যাচ শেষে সুইমিং পুলের ঠাণ্ডা জলে গিয়ে স্নান করার ইচ্ছে প্রকাশ করলেন। একটি বার্তা পাঠালেন নাইটদের সিইও ভেঙ্কি মাইসোরকে। ভেঙ্কি সেই বার্তা ড্রেসিংরুমে ক্রিকেটারদের পড়ে শোনালেন। শাহরুখ (King Khan) তাঁর বার্তায় লিখলেন, ‘তোমাদের নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। এই ম্যাচটা আজ আমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছি।’ বলিউড বাদশাহ সবচেয়ে বেশি উৎফুল্ল সুনীল নারিনকে নিয়ে। দীর্ঘ সময় ধরে নারিন এই দলটিতে খেলছেন। তাই তাঁর প্রতি একটু বেশিই আবেগপ্রবণ কিং খান (King Khan)। তাঁর বার্তায় সুনীলকে নিয়ে লিখতে গিয়ে শাহরুখ লিখলেন, ‘সুনীল ঠিক সেটাই করেছে যেটা ও খুব ভালো করতে পারে। ও বারবার নিজেকে প্রমাণ করছে।’ মঈন আলি আগের ম্যাচে খেলেন নি। কিন্তু এই ম্যাচে তাঁর অবদানের কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, ‘মঈন ভাই, দারুণ খেলেছ। তোমার উপস্থিতি গোটা দলকে শান্ত রাখার জন্য যথেষ্ট।’

আরও পড়ুন: ৩০০ কোটি টাকার প্রস্তান ফেরালেন Virat Kohli

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

বরুণ চক্রবর্তীর ক্যাচ নিয়ে বলিউড বাদশাহর বিশ্লেষণ, ‘বরুণ তুমি যে ক্যাচটা নিয়েছ সেটা কেকের ওপর চেরির মতো।’ বৈভব অরোরাকে নিয়েও আশাবাদি কিং খান। বললেন, ‘বৈভবের পরিশ্রম তারিফযোগ্য। সবসময় ও একটা পরিকল্পনা করে রাখে। এটা প্রমাণ করে, কঠোর পরিশ্রমের কোনও বিকল্প কখনও হয় না।’ এরই পাশাপাশি ডি’কককে নিয়ে বলতে গিয়ে শাহরুখ (King Khan) বলেছেন, ‘তোমার বড় বড় শটগুলো গ্যালারিতে পড়ছে দেখে দারুণ আন¨ পেয়েছি, কুইনি।’ একই সঙ্গে তিনি রিঙ্কু সিংকেও অভিন¨ন জানিয়েছেন। আর পরিশেষে ক্যাপ্টেন অজিঙ্কা রাহানেকে শাহরুখ (King Khan) জানালেন, ‘তোমার অধিনায়কত্বের তুলনা হয় না। তোমার ব্যাটিং, ফিল্ডিংয়ের জন্য তোমায় জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তুমি দারুণ নেতা ও পরিপূর্ণ অলরাউন্ডার।’ শেষ খবর, তাঁর দলের এমন জয়ের আনতে তিনি নাকি সুইমিং পুলে ডুব মেরে তিনবার ম্যাচের হাইলাইটস দেখেছেন।

আরও পড়ুন: ইডেনে শ্বাসরুদ্ধকর জয়ে প্লে অফের পথে থাকল কলকাতা নাইট রাইডার্স

আরও পড়ুন: IPL উদ্বোধনীতে শাহরুখের সঙ্গে ইডেনে সালমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দলকে মজার বার্তা King Khan-এর

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  চেন্নাই সুপার কিংসকে তাদেরই মাঠে কার্যত দাঁড় করিয়ে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অবশ্য এই ম্যাচে ভিআইপি বক্সে ছিলেন না নাইট মালিক শাহরুখ খান (King Khan)। তবে এই জয়ে তিনি দারুণ আনন্দিত। এতটাই উচ্ছ্বসিত যে ম্যাচ শেষে সুইমিং পুলের ঠাণ্ডা জলে গিয়ে স্নান করার ইচ্ছে প্রকাশ করলেন। একটি বার্তা পাঠালেন নাইটদের সিইও ভেঙ্কি মাইসোরকে। ভেঙ্কি সেই বার্তা ড্রেসিংরুমে ক্রিকেটারদের পড়ে শোনালেন। শাহরুখ (King Khan) তাঁর বার্তায় লিখলেন, ‘তোমাদের নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। এই ম্যাচটা আজ আমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছি।’ বলিউড বাদশাহ সবচেয়ে বেশি উৎফুল্ল সুনীল নারিনকে নিয়ে। দীর্ঘ সময় ধরে নারিন এই দলটিতে খেলছেন। তাই তাঁর প্রতি একটু বেশিই আবেগপ্রবণ কিং খান (King Khan)। তাঁর বার্তায় সুনীলকে নিয়ে লিখতে গিয়ে শাহরুখ লিখলেন, ‘সুনীল ঠিক সেটাই করেছে যেটা ও খুব ভালো করতে পারে। ও বারবার নিজেকে প্রমাণ করছে।’ মঈন আলি আগের ম্যাচে খেলেন নি। কিন্তু এই ম্যাচে তাঁর অবদানের কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, ‘মঈন ভাই, দারুণ খেলেছ। তোমার উপস্থিতি গোটা দলকে শান্ত রাখার জন্য যথেষ্ট।’

আরও পড়ুন: ৩০০ কোটি টাকার প্রস্তান ফেরালেন Virat Kohli

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

বরুণ চক্রবর্তীর ক্যাচ নিয়ে বলিউড বাদশাহর বিশ্লেষণ, ‘বরুণ তুমি যে ক্যাচটা নিয়েছ সেটা কেকের ওপর চেরির মতো।’ বৈভব অরোরাকে নিয়েও আশাবাদি কিং খান। বললেন, ‘বৈভবের পরিশ্রম তারিফযোগ্য। সবসময় ও একটা পরিকল্পনা করে রাখে। এটা প্রমাণ করে, কঠোর পরিশ্রমের কোনও বিকল্প কখনও হয় না।’ এরই পাশাপাশি ডি’কককে নিয়ে বলতে গিয়ে শাহরুখ (King Khan) বলেছেন, ‘তোমার বড় বড় শটগুলো গ্যালারিতে পড়ছে দেখে দারুণ আন¨ পেয়েছি, কুইনি।’ একই সঙ্গে তিনি রিঙ্কু সিংকেও অভিন¨ন জানিয়েছেন। আর পরিশেষে ক্যাপ্টেন অজিঙ্কা রাহানেকে শাহরুখ (King Khan) জানালেন, ‘তোমার অধিনায়কত্বের তুলনা হয় না। তোমার ব্যাটিং, ফিল্ডিংয়ের জন্য তোমায় জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তুমি দারুণ নেতা ও পরিপূর্ণ অলরাউন্ডার।’ শেষ খবর, তাঁর দলের এমন জয়ের আনতে তিনি নাকি সুইমিং পুলে ডুব মেরে তিনবার ম্যাচের হাইলাইটস দেখেছেন।

আরও পড়ুন: ইডেনে শ্বাসরুদ্ধকর জয়ে প্লে অফের পথে থাকল কলকাতা নাইট রাইডার্স

আরও পড়ুন: IPL উদ্বোধনীতে শাহরুখের সঙ্গে ইডেনে সালমান