২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সর্বোচ্চ ক্যাচের মালিক কোহলি

সুস্মিতা
  • আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার
  • / 5

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122

পুবের কলম প্রতিবেদক: ব্যাট হাতে মাঠে নামলে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও না কোনও রেকর্ড গড়ে বসেন বিরাট কোহলি। এ দিন দুবাইয়ে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে নেমেও তিনি গড়লেন অভাবনীয় এক রেকর্ড। তবে এ দিন তিনি ব্যাট হাতে নয়, রেকর্ড গড়া শুরু করলেন ক্যাচ নিয়ে। ফিল্ডিংয়ে নতুন এক রেকর্ড গড়েছেন কোহলি। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ভারতের হয়ে এ পর্যন্ত সর্বোচ্চ ৩৩৬টি ক্যাচ ধরেছেন কোহলি। মঙ্গলবার সেমির লড়াইয়ে অষ্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিসের ক্যাচ ধরে তিনি পিছনে ফেলে দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে। ৩৩৪টি ক্যাচ নিয়ে এতদিনে ভারতীয়দের মধ্যে শীর্ষে ছিলেন রাহুল দ্রাবিড়। মঙ্গলবার ম্যাচে কোহলি প্রথম ক্যাচটি নেওয়ার আগে দ্রাবিড়ের সঙ্গে ভারতীয়দের মধ্যে যৌথভাবে শীর্ষে বসে ছিলেন কোহলি। ম্যাচে পর পর দুটি ক্যাচ নিয়ে তিনি দ্রাবিড়ের চেয়ে দুই ধাপ এগিয়ে গেলেন। ৩৩৪টি ক্যাচ ধরতে দ্রাবিড়কে অবশ্য ৫০৯টি ম্যাচ খেলতে হয়েছিল। সেখানে বিরাট তাকে এই রেকর্ডে পিছনে ফেলেছেন ৪৪৯ ম্যাচে। যদিও কোহলি তিন সংস্করণ মিলিয়ে ৩৩৬টি ক্যাচ ধরলেন। সেখানে ভারতের প্রাক্তন অধিনায়ক দ্রাবিড় কিন্তু ৩৩৪টি ক্যাচ ধরেছেন টেস্ট ও ওয়ানডেতে। যদিও সবমিলিয়ে সর্বোচ্চ ক্যাচ (৪৪০) ধরার তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে। সেখানে পাঁচ নম্বরে রয়েছেন কোহলি।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতের সর্বোচ্চ ক্যাচের মালিক কোহলি

আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার

পুবের কলম প্রতিবেদক: ব্যাট হাতে মাঠে নামলে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও না কোনও রেকর্ড গড়ে বসেন বিরাট কোহলি। এ দিন দুবাইয়ে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে নেমেও তিনি গড়লেন অভাবনীয় এক রেকর্ড। তবে এ দিন তিনি ব্যাট হাতে নয়, রেকর্ড গড়া শুরু করলেন ক্যাচ নিয়ে। ফিল্ডিংয়ে নতুন এক রেকর্ড গড়েছেন কোহলি। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ভারতের হয়ে এ পর্যন্ত সর্বোচ্চ ৩৩৬টি ক্যাচ ধরেছেন কোহলি। মঙ্গলবার সেমির লড়াইয়ে অষ্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিসের ক্যাচ ধরে তিনি পিছনে ফেলে দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে। ৩৩৪টি ক্যাচ নিয়ে এতদিনে ভারতীয়দের মধ্যে শীর্ষে ছিলেন রাহুল দ্রাবিড়। মঙ্গলবার ম্যাচে কোহলি প্রথম ক্যাচটি নেওয়ার আগে দ্রাবিড়ের সঙ্গে ভারতীয়দের মধ্যে যৌথভাবে শীর্ষে বসে ছিলেন কোহলি। ম্যাচে পর পর দুটি ক্যাচ নিয়ে তিনি দ্রাবিড়ের চেয়ে দুই ধাপ এগিয়ে গেলেন। ৩৩৪টি ক্যাচ ধরতে দ্রাবিড়কে অবশ্য ৫০৯টি ম্যাচ খেলতে হয়েছিল। সেখানে বিরাট তাকে এই রেকর্ডে পিছনে ফেলেছেন ৪৪৯ ম্যাচে। যদিও কোহলি তিন সংস্করণ মিলিয়ে ৩৩৬টি ক্যাচ ধরলেন। সেখানে ভারতের প্রাক্তন অধিনায়ক দ্রাবিড় কিন্তু ৩৩৪টি ক্যাচ ধরেছেন টেস্ট ও ওয়ানডেতে। যদিও সবমিলিয়ে সর্বোচ্চ ক্যাচ (৪৪০) ধরার তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে। সেখানে পাঁচ নম্বরে রয়েছেন কোহলি।