‘London Festival in Hampstead ‘: বিলেতে বাংলার মেলা
পুবের কলম প্রতিবেদকঃ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডন সফর সেরে ফিরেছেন তৃণমূল মুখপাত্র ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এবার আবারও বিলেত পাড়ি দিচ্ছেন তিনি। kolkata high court থেকে ফের একবার মিলেছে বিদেশ সফরের অনুমতি। ফলে ‘বিলেতে বাংলার মেলা’য় অংশ নিতে তাঁর লন্ডন যাত্রার আর কোনও আইনি বাধা রইল না।
মে মাসেই London Festival in Hampstead’-এ উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন কুণাল। এই মেলাতেই আয়োজিত হবে ‘বিলেতে বাংলার মেলা’। পাশাপাশি বিশ্বকবির বিলেতবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে রবীন্দ্রজয়ন্তীর এক বিশেষ অনুষ্ঠান, সেখানেও কুণাল উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
এই সফরের জন্য আদালত ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অনুমতি চেয়েছিলেন কুণাল ঘোষ। তাঁর তরফে আইনজীবী অয়ন চক্রবর্তী kolkata high court-এ যুক্তি দেন, কুণালের বিরুদ্ধে যে মামলাগুলি চলমান, সেগুলির তদন্তে তিনি সহযোগিতা করে চলেছেন এবং নির্ধারিত সময়ে আদালতে হাজিরাও দিচ্ছেন। তাই বিদেশ সফরে যাওয়ার ক্ষেত্রে তাঁর কোনও আইনভঙ্গ হচ্ছে না।
এর প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়ে দেয়, নির্দিষ্ট কিছু শর্ত মানলে কুণালের বিদেশ সফরে তাদের আপত্তি নেই। সেসব বিবেচনা করেই বিচারপতি শুভ্রা ঘোষ সফরের অনুমতি দেন। প্রসঙ্গত, সারদা চিটফান্ড মামলায় দীর্ঘদিন তদন্তের মুখে ছিলেন কুণাল ঘোষ। তবে বর্তমানে তিনি জামিনে রয়েছেন এবং নিয়মিত আদালতের নির্দেশ পালন করছেন। একইসঙ্গে রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচিতেও সক্রিয় কুণাল। তৃণমূলের তরফে তাঁকে আগেও বিদেশ সফরে দেখা গিয়েছে। এবারের সফরটি তেমনই আর এক সাংস্কৃতিক যোগসূত্রের অংশ। এখন অপেক্ষা, বিলেতে ‘বাংলার মেলা’-য় কেমন সাড়া জাগান তিনি।
♦ SSC CASE: বেতন পাবেন, যোগ্য-অযোগ্য নিয়ে ভাববার দরকার নেই: মমতা































