নাগপুরের হিংসায় গ্রেফতার মূল অভিযুক্ত, ১১টি এলাকায় জারি কারফিউ

- আপডেট : ১৯ মার্চ ২০২৫, বুধবার
- / 114
পুবের কলম, ওয়েবডেস্ক: নাগপুরে হিংসার ঘটনায় গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। বুধবার ফাহিম খান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে সহিংসতার ঘটনায় ১১টি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৫০ জনকে। তবে এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করল প্রশাসন। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, মাইনরিটি ডেমোক্র্যাটিক পার্টির নেতা খান শুক্রবার পর্যন্ত হেফাজতে থাকবেন। তিনিই সহিংসতা উস্কে দিয়েছিলেন।
উল্লেখ্য, সোমবার নাগপুরে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) বিক্ষোভ প্রদর্শন করে এবং আওরঙ্গজেবের প্রতীকী সমাধি পুড়িয়ে দেয়। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর, সন্ধ্যা ৭:৩০ মিনিটে নাগপুরের মহল এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। শুরু হয় পাথর ছোঁড়া ও ভাঙচুর। দাঙ্গাকারীরা বাড়িঘরে পাথর ছুঁড়ে মারে এবং রাস্তায় পার্ক করা কয়েক ডজন যানবাহন ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পুলিশের উপরও আক্রমণ করা হয়েছিল। কুড়ালের আঘাতে আহত হন ডিসিপি নিকেতন কদম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরপর লাঠিচার্জ করা হয়। ভিড় ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। অন্যদিকে রাত ১০.৩০ থেকে ১১.৩০ এর মধ্যে পুরাতন ভান্ডারা রোডের কাছে হংসপুরী এলাকায় আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে।