অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে লন্ডন যাচ্ছেন মমতা

- আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার
- / 130

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122
পুবের কলম প্রতিবেদক : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লন্ডন যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই আমন্ত্রনে আগামী ২১ মার্চ দুবাই হয়ে লন্ডন যাবেন মমতা। মমতার এবারের বিদেশ সফরে শিল্পপতিদের সঙ্গেও বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।
গত ২০২৩ সালে বিদেশ থেকে বিনিয়োগ আনতে স্পেন সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবারও লগ্নির আশ্বাস পাওয়া গিয়েছিল। এবারও ব্রিটেনে শিল্প বৈঠককে যোগদান করার কথা তাঁর। এই সফরের সূত্র ধরে রাজ্যে শিল্প বিনিয়োগ আসতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি শেষ হওয়া অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ব্রিটেনের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সংযুক্ত কোর্স চালু করার জন্য আলোচনা হয়েছে।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাঙালির প্রাণের যোগ রয়েছে।
তবে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কিছু জল্পনাও উঠেছে। এর আগে ২০২১ একবার মুখ্যমন্ত্রীর রোম সফরে বাধা দিয়েছিল কেন্দ্র। মার্কিন দেশের শিকাগো বিশ্ববিদ্যালয় একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেও পরে সেই অনুষ্ঠান বাতিল করে যায়। নেপাল সফরের জন্য আহ্বান পেলেও অনুমতি দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে।
২০২৩ সালে দুবাই এবং স্পেন সফরের সময় অনুমতি মিলবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত বাধা দেওয়া হয়নি তাঁকে। মমতার এবারের বিদেশ সফরেও বিদেশ মন্ত্রকের ছাড়পত্র পেতে কোনো বাধা আসবে না বলেই মনে করা হচ্ছে।