‘দূরে গেলেও আমি আছি’ বিদেশ সফরের আগে মমতার অভয়বার্তা

- আপডেট : ২২ মার্চ ২০২৫, শনিবার
- / 82
পুবের কলম,ওয়েবডেস্ক: ‘দূরে গেলেও আমি আছি’। কোনও অসুবিধা হলে দেখে নেব, ভাববেন না’। রাজ্যবাসীকে আশ্বস্ত করে ব্রিটেনের উদ্দেশ্যে পাড়ি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য মমতার ব্রিটেনযাত্রার সময় প্রায় ১২ ঘণ্টা পিছিয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার জেরে তাঁর সমস্ত সফরসূচি ঘেঁটে গেছে। সারা রাত-দিন বিমানযাত্রা করতে হবে। কলকাতা থেকে প্রথমে দুবাই যাবেন মুখ্যমন্ত্রী। তার পর সেখান থেকে লন্ডনের বিমান ধরবেন।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, নয়া সূচি মোতাবেক ইতিমধ্যেই বিমান বন্দরে পৌঁছে গেছেন তিনি। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ তিনি দমদম বিমানবন্দরে পৌঁছে যান। সাড়ে ৮টার বিমানে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন রওনা হচ্ছেন। বিমানবন্দরের ভিতরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর উদ্দেশে অভয়বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জানান, আমি চার-পাঁচ দিন থাকব না ঠিকই তবে এখানকার সঙ্গে সবসময়ে যোগাযোগ থাকবে। কারও কোনও অসুবিধা হলে আমরা দেখে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।”