২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

Mangrove forest কাটার অভিযোগ, তদন্তের নির্দেশ প্রশাসনের

সুস্মিতা
  • আপডেট : ৯ মার্চ ২০২৫, রবিবার
  • / 7

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : আবার সুন্দরবনে ম্যানগ্রোভ (Mangrove forest) চুরি।রাতের অন্ধকারে ম্যানগ্রোভ কেটে সাফ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কুলতলি বিধানসভার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷আর এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুললো স্থানীয় মানুষজন৷ তবে এই দুর্নীতির সাথে বন দফতরের কর্মীরাও এর সাথে জড়িত থাকতে পারে বলে অভিযোগ ৷ তবে এই অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস প্রশাসনের৷কুলতলি ব্লকের গোপালগঞ্জে হোম স্টের সুবিধার্থে ম্যানগ্রোভ (Mangrove forest) কাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।তাদের বক্তব্য এই মাতলা নদীর এই জায়গা ভাঙন প্রবণ এলাকা ৷ মাঝেমধ্যেই এই জায়গা ভেঙে জল ঢুকে যায় গ্রামে ৷ ভাঙন রুখতে বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের প্রচেষ্টায় ও সরকারি উদ্যোগে এখানে গাছ লাগিয়েছিলেন এলাকার বাসিন্দারাই ৷ সেই সমস্ত গাছ কেউ বা কারা নির্বিচারে রাতের অন্ধকারে কেটেছে বলে অভিযোগ৷ গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছিল ৷ সবাই সেখানে ব্যস্ত ছিল।আর সেই সুযোগে এই সমস্ত গাছ কেটে নেওয়া হয়েছে।গ্রামবাসীরা সকালে উঠে দেখেন একটাও গাছ নেই ৷ এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়এলাকায়৷ অভিযোগ হোম স্টে থেকে বসে নদী দেখার জন্য নির্বিচারে কাটা হয়েছে ম্যানগ্রোভ (Mangrove forest)৷ অভিযোগ একটি হোম স্টের কতৄপক্ষের বিরুদ্ধে।যদিও অভিযোগ অস্বীকার করেছে হোম স্টে কর্তৃপক্ষ।তবে এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল বিরোধীদের।তবো পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে। এই বিষয়ে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহাজাদ শেখ জানান এই বিষয়ে তদন্তের জন্য বনদফতরকে নির্দেশ দেওয়া হবে ৷ কেউ যুক্ত থাকলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ওডিশার সরকারি স্কুলে ছাব্বিশ পড়ুয়ার মৃত্যু, নেপথ্যে অব্যবস্থা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Mangrove forest কাটার অভিযোগ, তদন্তের নির্দেশ প্রশাসনের

আপডেট : ৯ মার্চ ২০২৫, রবিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : আবার সুন্দরবনে ম্যানগ্রোভ (Mangrove forest) চুরি।রাতের অন্ধকারে ম্যানগ্রোভ কেটে সাফ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কুলতলি বিধানসভার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷আর এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুললো স্থানীয় মানুষজন৷ তবে এই দুর্নীতির সাথে বন দফতরের কর্মীরাও এর সাথে জড়িত থাকতে পারে বলে অভিযোগ ৷ তবে এই অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস প্রশাসনের৷কুলতলি ব্লকের গোপালগঞ্জে হোম স্টের সুবিধার্থে ম্যানগ্রোভ (Mangrove forest) কাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।তাদের বক্তব্য এই মাতলা নদীর এই জায়গা ভাঙন প্রবণ এলাকা ৷ মাঝেমধ্যেই এই জায়গা ভেঙে জল ঢুকে যায় গ্রামে ৷ ভাঙন রুখতে বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের প্রচেষ্টায় ও সরকারি উদ্যোগে এখানে গাছ লাগিয়েছিলেন এলাকার বাসিন্দারাই ৷ সেই সমস্ত গাছ কেউ বা কারা নির্বিচারে রাতের অন্ধকারে কেটেছে বলে অভিযোগ৷ গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছিল ৷ সবাই সেখানে ব্যস্ত ছিল।আর সেই সুযোগে এই সমস্ত গাছ কেটে নেওয়া হয়েছে।গ্রামবাসীরা সকালে উঠে দেখেন একটাও গাছ নেই ৷ এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়এলাকায়৷ অভিযোগ হোম স্টে থেকে বসে নদী দেখার জন্য নির্বিচারে কাটা হয়েছে ম্যানগ্রোভ (Mangrove forest)৷ অভিযোগ একটি হোম স্টের কতৄপক্ষের বিরুদ্ধে।যদিও অভিযোগ অস্বীকার করেছে হোম স্টে কর্তৃপক্ষ।তবে এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল বিরোধীদের।তবো পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে। এই বিষয়ে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহাজাদ শেখ জানান এই বিষয়ে তদন্তের জন্য বনদফতরকে নির্দেশ দেওয়া হবে ৷ কেউ যুক্ত থাকলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ওডিশার সরকারি স্কুলে ছাব্বিশ পড়ুয়ার মৃত্যু, নেপথ্যে অব্যবস্থা