রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল
- আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার
- / 387
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক(সিইও)হতে চলেছেন ১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল। শুক্রবার সন্ধ্যায় এক নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগের খবর জানিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: ঈদে ঘরে ফেরার তাড়া, বাদুড়ঝোলা ভিড় ট্রেন-বাসে
২০২৪ সালের ৩১ ডিসেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) পদ থেকে অবসর নিয়েছেন আরিজ আফতাব। এরপর প্রায় তিন মাস কেটেছে। আরিজের অবসরের পর থেকেই দফায় দফায় রাজ্য সরকারের কাছ থেকে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে কে বসতে পারেন তা নিয়ে সম্ভাব্য তালিকা চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। সেই মতো একাধিকবার নামের তালিকা পাঠায় রাজ্য প্রশাসন। আরিজ আফতাব অবসর নেওয়ার পর থেকে রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে ছিলেন দিব্যেন্দু দাস।
মনোজ আগরওয়াল বর্তমানে বন ও বিপর্যয় মোকাবিলা দফতরের দায়িত্বে রয়েছেন। কমিশনের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে থাকাকালীন তিনি অন্য কোনও দফতরের ভার সামলাতে পারবেন না। জানা গিয়েছে, মনোজ এ মাস থেকে নয়া দায়িত্ব সামলাবেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনিই মুখ্য নির্বাচনী আধিকারিক পদে থাকবেন বলে কমিশন সূত্রের খবর।















































