সন্তোষপুর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিঘ্নিত শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল

- আপডেট : ৯ মার্চ ২০২৫, রবিবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: শিয়ালদহ-বজবজ শাখার সন্তোষপুরে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা। বন্ধ ট্রেন চলাচল। আপ-ডাউন উভয় শাখাতেই ট্রেন চলাচল বন্ধ ছিল। এদিন সকাল ৬টা নাগাদ প্ল্যাটফর্মের ওপরে একটি চায়ের দোকান থেকে আগুন ছড়ায় বলেই খবর। এদিন ষ্টেশন সংলগ্ন একাধিক ঝুপড়ি পুড়ে ছায় হয়ে যায় বলে জানা গেছে। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক দমকলের ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ। হঠাৎ ট্রেন বন্ধ হওয়ায় ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
এদিন আগুন লাগার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। রীতিমতো হইহট্টোগোল শুরু হয়ে যায়। যদিও তার আগে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতি করে ঢালতে থাকেন জল। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে আসে দমদলের তিনটি ইঞ্জিন। শেষে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।