স্কুলে মানসিক নির্যাতন, আত্মঘাতী ১২ বছরের ছাত্রী

- আপডেট : ১৮ মে ২০২৪, শনিবার
- / 20
পুবের কলম, ওয়েবডেস্ক: স্কুলে মানসিক নির্যাতন, আত্মহত্যা করল ১২ বছরের ছাত্রী। মৃতা নাবালিকার নাম ফ্লোরা মার্টিনেজ, লাস ভেগাসের ডুয়ান ডি কেলার মিডল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে। গত ৭ মে আত্মঘাতী হয় সে। মৃতার বাবা-মা মেয়ের এই মর্মান্তিক পরিণতির জন্য ক্লার্ক কাউন্টি স্কুলের জেলাকে দায়ী করেছে। জেলাটি তাদের মেয়ের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ফ্লোরার মা অ্যালিস মার্টিনেজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমার মেয়ে কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাটিয়েছে, আসলে তাকে হত্যাই করা হয়েছে। আমি মনে করি স্কুলের উচিৎ ছিল তাকে সুরক্ষা দেওয়া, কারণ সে যখন তাদের অধীনে ছিল। কিন্তু তারা ফ্লোরাকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।
রিপোর্টে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শুরুতেই ফ্লোরার ওপর মানসিক নির্যাতন শুরু হয়। ফ্লোরার পরিবার জানিয়েছে, পরিস্থিতির কথা স্কুলের অধ্যক্ষকে তাঁরা জানিয়েছিলেন, কিন্তু অবস্থার কোনও উন্নতি হয়নি। ফ্লোরার মা তাকে মাধ্যমিক স্কুলটি থেকে অন্যত্র স্থানান্তরের কাগজপত্র জমা দিয়েছিলেন, কিন্তু গত বছরের অক্টোবরে অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। ফ্লোরার মা জানিয়েছেন, দুর্ঘটনার দুসপ্তাহ আগে তার মেয়ে বাড়িতে এসেছিল। তখন আমরা বুঝতে পারিনি, সেই এই কাণ্ড ঘটাবে। ফ্লোরার প্রাক্তন সহপাঠী জানিয়েছে, সে সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করত। বৃহস্পতিবার ফ্লোরার শেষকৃত্য সম্পন্ন হয়।গত ৫ মে এই রকম একটি ঘটনা ঘটেছিল। ১০ বছরের ইন্ডিয়ানার এক বালক স্যামি টিউশ স্কুলের মানসিক নির্যাতনের কারণে আত্মহত্যা করে।