অর্থনীতিকে চাঙ্গা করাই এখন ভারতের কাছে চ্যালেঞ্জ, বিনিয়োগ টানতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদি

- আপডেট : ২১ মার্চ ২০২২, সোমবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্কঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।অর্থনীতিকে চাঙ্গা করাই এখন ভারতের কাছে একমাত্র লক্ষ্য।
এবার ভারতে বিনিয়োগ করতে চলেছে অস্ট্রেলিয়া। একাধিক খাতে ১৫০০ কোটি বিনিয়োগ করছে অস্ট্রেলিয়া। ভার্চুয়াল বৈঠক হবে দুই দেশের প্রধানমন্ত্রীর। গত বছরের ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। তাঁর নামে একটি অস্ট্রেলিয়া-ভারত তরুণ প্রতিরক্ষা অফিসারদের বিনিময় কর্মসূচিও সোমবার চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেইসঙ্গে এদেশের শিক্ষা, পরিচ্ছন্ন প্রযুক্তি, খনিজ, মহাকাশ গবেষণা, বৈদেশিক বাণিজ্য, দক্ষতা, উদ্ভাবন এবং প্রতিরক্ষা বিনিময় সহ একাধিক ক্ষেত্রে প্রায় দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করবে অস্ট্রেলিয়া। অর্থনীতি ও বাণিজ্যক্ষেত্রে একটি প্রাথমিক ফসল চুক্তিও এমাসের শেষের দিকে স্বাক্ষরিত হতে পারে দুই দেশের মধ্যে।
অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণে লিথিয়াম মজুত রয়েছে। সেই লিথিয়াম বৈদ্যুতিক যানবাহন এবং ব্যাটারির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজগুলির একটি নির্ভরযোগ্য সরবরাহকারী হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী শীঘ্রই অস্ট্রেলিয়া সফর করতে পারেন বলে জানা গিয়েছে। দুই দেশ ফুলব্রাইট বা রোডস স্কলারশিপের আদলে স্কলারশিপ চালু করবে। যাকে বলা হবে মৈত্রী স্কলারশিপ।
গত সপ্তাহেই দুদিনের জন্য ভারত সফরে এসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে তিনি ৩.২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। এবার অস্ট্রেলিয়া ভারতে বিনিয়োগ করতে পারে ১৫০০ কোটি টাকা।
এর আগে ২০২০ সালের ৪ জুন দুই দেশ প্রথমবার ভার্চুয়াল সম্মেলনে যোগদান করেছিল। সেই সময়ও ভারত ও অস্ট্রেলিয়ার মতো কৌশলগত ও কূটনৈতিক স্তরে সম্পর্ক মজবুত করার উপর জোর দেওয়া হয়েছিল।
করোনা আবহ কাটিয়ে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো। অর্থনীতিকে ফের চাঙ্গা করাই এখন ভারতের কাছে চ্যালেঞ্জ। তারই জোর প্রস্তুতিতে মোদি সরকার।