০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার Mohammedan -এর দাওয়াত-ই-ইফতার

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ মার্চ ২০২৫, সোমবার
  • / 129

শান-এ-Mohammedan পাচ্ছেন অতনু-খালেক  

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তামাম বিশ্ব জুড়ে চলছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমযান মাস। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা এই পবিত্র মাহে রমযানে নিয়ম করে রোযা পালন করছেন। আর তারই মধ্যে রবিবার ২৩ মার্চ, ২২ রমযানে আয়োজিত হতে চলেছে মহামেডান (Mohammedan) স্পোর্টিংয়ের দাওয়াত-ই-ইফতার। উপস্থিত থাকবেন রাজ্যের বেশ কিছু রাজনৈতিক নেতাও। ক্লাব সভাপতি আমিরউদ্দিন ববি জানালেন, ‘মুখ্যমন্ত্রী থাকলে খুব আনন্দিত হতাম।

 

কিন্তু ওই সময় তো দিদি শহরে থাকবেন না। তাঁর লন্ডন যাওয়ার কথা। তাই তিনি হয়ত থাকতে পারবেন না।’ আর এদিনই প্রদান করা হবে মহামেডানের বিশেষ সম্মান শান-এ মহামেডান। এবার মোট দু’জন প্রাক্তন ফুটবলারকে শান-এ-মহামেডানে (Mohammedan) ভূষিত করা হতে চলেছে।

একটা সময় মহামেডান (Mohammedan) ক্লাবের গোলের সামনে দাঁড়াতেন গোলকিপার অতনু ভট্টাচার্য। ইস্টবেঙ্গলে যাওয়ার আগে তিনি অনেকগুলি দিন মহামেডানের গোলকিপিংয়ের দায়িত্ব সামলেছেন সাফল্যের সঙ্গে। তাই সেদিকে তাকিয়েই এবার শান-এ-মহামেডান সম্মানে ভূষিত হতে চলেছেন তিনি। সঙ্গে মহামেডানে দীর্ঘ সময় খেলা উইঙ্গার আবদুল খালেককেও সাদা কালো ব্রিগেডে সোনার সময় উপহার দেওয়ার জন্য শান-এ-মহামেডান সম্মানে ভূষিত করা হতে চলেছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রবিবার Mohammedan -এর দাওয়াত-ই-ইফতার

আপডেট : ১৭ মার্চ ২০২৫, সোমবার

শান-এ-Mohammedan পাচ্ছেন অতনু-খালেক  

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তামাম বিশ্ব জুড়ে চলছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমযান মাস। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা এই পবিত্র মাহে রমযানে নিয়ম করে রোযা পালন করছেন। আর তারই মধ্যে রবিবার ২৩ মার্চ, ২২ রমযানে আয়োজিত হতে চলেছে মহামেডান (Mohammedan) স্পোর্টিংয়ের দাওয়াত-ই-ইফতার। উপস্থিত থাকবেন রাজ্যের বেশ কিছু রাজনৈতিক নেতাও। ক্লাব সভাপতি আমিরউদ্দিন ববি জানালেন, ‘মুখ্যমন্ত্রী থাকলে খুব আনন্দিত হতাম।

 

কিন্তু ওই সময় তো দিদি শহরে থাকবেন না। তাঁর লন্ডন যাওয়ার কথা। তাই তিনি হয়ত থাকতে পারবেন না।’ আর এদিনই প্রদান করা হবে মহামেডানের বিশেষ সম্মান শান-এ মহামেডান। এবার মোট দু’জন প্রাক্তন ফুটবলারকে শান-এ-মহামেডানে (Mohammedan) ভূষিত করা হতে চলেছে।

একটা সময় মহামেডান (Mohammedan) ক্লাবের গোলের সামনে দাঁড়াতেন গোলকিপার অতনু ভট্টাচার্য। ইস্টবেঙ্গলে যাওয়ার আগে তিনি অনেকগুলি দিন মহামেডানের গোলকিপিংয়ের দায়িত্ব সামলেছেন সাফল্যের সঙ্গে। তাই সেদিকে তাকিয়েই এবার শান-এ-মহামেডান সম্মানে ভূষিত হতে চলেছেন তিনি। সঙ্গে মহামেডানে দীর্ঘ সময় খেলা উইঙ্গার আবদুল খালেককেও সাদা কালো ব্রিগেডে সোনার সময় উপহার দেওয়ার জন্য শান-এ-মহামেডান সম্মানে ভূষিত করা হতে চলেছে।