হকি লিগে চ্যাম্পিয়ন Mohun Bagan

- আপডেট : ২৪ মার্চ ২০২৫, সোমবার
- / 131
পুবের কলম ওয়েবডেস্ক: ফুটবল মরশুম জুড়ে একের পর এক ডার্বি জয়ের পরে এ বার হকিতেও ডার্বি জিতল মোহনবাগান (Mohun Bagan)। একইসঙ্গে কলকাতা হকি লিগেও চ্যাম্পিয়ন হয়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। রবিবার হকির ডার্বিতে মোহনবাগান ৩-১ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে। জাতীয় শিবিরে থাকার কারনে প্রথম একাদশের ৫ জনকে ছাড়াই নামতে হলেও জিততে অসুবিধা হয়নি মোহনবাগানের। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তারা। ১১ মিনিটে ব্যাবধান বাড়ান সেলভম। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই জাহির গোল করে ইস্টবেঙ্গলকে লড়াইয়ে ফেরান। চতুর্থ কোয়ার্টারে রাহিল মুশিরের গোলে ম্যাচ এবং খেতাব জয় নিশ্চিত করে মোহনবাগান।
আরও পড়ুন: Ramanavami: নাইটদের ম্যাচ গুয়াহাটিতে
অর্জুন শর্মা এবং কার্তিক এস-এর গোলে ২-০ এগিয়ে যায় মোহনবাগান (Mohun Bagan)। তবে রাহিল মৌসিন গোল করে মোহনবাগানের জয় নিশ্চিত করেন। জয়ী মোহনবাগান ট্রফি ছাড়াও পেয়েছে তিন লক্ষ টাকা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় ইস্টবেঙ্গলের অতুলদীপ পেয়েছেন ১০ হাজার টাকা।সর্বোচ্চ গোলদাতা মোহনবাগানের অভ্রণ সুদেবও একই টাকা পেয়েছেন।
আরও পড়ুন: IPL প্রতি ৫ সেকেন্ডে বিজ্ঞাপনের দর ১১ লক্ষ টাকা
জয়ের পর মোহনবাগানের (Mohun Bagan) কোচ সিমরনজিৎ সিংহ বলেন, দলের মধ্যে একতা থাকার জন্যই আমরা জিতেছি। মাঠ নয়, মাঠের বাইরেও একতা রয়েছে। কোচের কাজই হল ক্রীড়াবিদের মধ্যে চ্যাম্পিয়নের মানসিকতা তৈরি করা। সেটা পেরেছি বলেই ট্রফি জিতেছি।এদিকে হকি লিগ জিতে মোহনবাগানের বিদায়ী সচিব দেবাশিস দত্ত বলেছেন, ২২ বছর পর হকির দল নামিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। গত বছর রানার্স হওয়ার পর এ বার আবার চ্যাম্পিয়ন।