Nagpur Violence: আওরঙ্গজেবের সমাধি নিয়ে বিতর্ক, জ্বলছে নাগপুর

- আপডেট : ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
- / 285
Nagpur Violence: আওরঙ্গজেবের সমাধি নিয়ে অগ্নিগর্ভ নাগপুর
পুবের কলম, ওয়েব ডেস্ক: আওরঙ্গজেবের সমাধি (Nagpur Violence) নিয়ে বিতর্ক। জ্বলছে মহারাষ্ট্রের নাগপুর। জারি করা হয়েছে কারফিউ। আপাতত নিষিদ্ধ জমায়েত। নাগপুরে (Nagpur Violence) সংঘর্ষ ছড়িয়ে পরার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এরই সঙ্গে বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এখন পর্যন্ত প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
মূলত আওরঙ্গজেবের সমাধি (Nagpur Violence) নিয়ে ভুয়ো খবর ছড়ানোর জেরে হিংসা ছড়ায় সে রাজ্যে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জখম হয়েছে ২৫ জন পুলিশ। আহত হয়েছে বেশ কয়েক বেসামরিক।
#WATCH | On Nagpur violence, Maharashtra Deputy CM Eknath Shinde says, “The incident which occurred in Nagpur is unfortunate. Police are investigating if this was a pre-planned conspiracy. 4 DCP level officers were injured in this incident. The CM is reviewing the situation.… pic.twitter.com/j0T3vfMrkS
— ANI (@ANI) March 18, 2025
রাষ্ট্রসংঘ ‘অপ্রাসঙ্গিক’: আন্তর্জাতিক সংস্থার তীব্র সমালোচনা মোদির
শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। পুলিশের দাবি, গুজবের জেরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠন। সেই সময় মুসলিম সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ পোড়ানো হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এরপর মহারাষ্ট্রের নাগপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।